প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে ৫ প্যানেলে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন সংগঠনের ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। প্যানেলগুলোর প্রার্থী চূড়ান্ত হয়ে যাওয়ায় এখন ক্যাম্পাসে নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে।

তবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার–প্রচারণা এখনো শুরু হয়নি। ২৬ আগস্ট বিকেল চারটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ আগস্টের মধ্যে। ভোটের দিনের (৯ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টা আগপর্যন্ত প্রচার করা যাবে।

কালের কণ্ঠ

মালয়েশিয়ায় ৩০ হাজার কর্মসংস্থান

মালয়েশিয়ার শ্রমবাজার ফের উন্মুক্ত হলে ৩০ হাজার কর্মী যেতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। গতকাল বুধবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দুর্নীতি ও অনিয়মের কারণে গত বছর ৩১ মে বন্ধ হয়ে যায় এই শ্রমবাজার।

প্রথম আলো

চিড়েচ্যাপটা কর্ণফুলী, প্রাণ যায় যায়

কর্ণফুলী নদীকে বলা হয় চট্টগ্রামের প্রাণ; কিন্তু অব্যাহত দখল ও দূষণ নদীটিকে মুমূর্ষু করে তুলেছে। পয়ো ও গৃহস্থালির অপরিশোধিত বর্জ্য প্রতিদিন নদীতে গিয়ে পড়ছে। এতে হুমকির মুখে পড়ছে প্রাণবৈচিত্র্য। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা নদীর পানি ও পলিতে ‘মাইক্রোপ্লাস্টিক’ কণা খুঁজে পেয়েছেন। সম্প্রতি এ–সম্পর্কিত গবেষণাপ্রবন্ধ প্রকাশিত হয়েছে।

আজকের পত্রিকা

জুলাই সনদ নিয়ে আগস্টেও সংশয়

২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী সংগঠনের অন্যতম প্রধান দাবি ছিল জুলাই ঘোষণাপত্র ও সনদ; যার মধ্যে প্রতিফলিত হবে আন্দোলনের মূল চেতনা ও অঙ্গীকার। মতানৈক্যসহ নানা কারণে তা বিলম্বিত হলেও শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল ও সমমনা সংগঠনগুলোর প্রত্যাশা ও দাবি ছিল আন্দোলনের বর্ষপূর্তিতে আগস্টের প্রথম দিকে বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। কিন্তু জাতীয় সনদের সমন্বিত চূড়ান্ত খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মতবিরোধ রয়ে যাওয়ায় আগস্ট মাসের মধ্যে এর ফয়সালা হবে কি না, তা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। এ অবস্থায় বিষয়টির সুরাহার জন্য তাদের দিকে তাকিয়ে আছে জাতীয় ঐকমত্য কমিশন।

কালের কণ্ঠ

আবারও রোহিঙ্গা ঢুকছে কক্সবাজারে

মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সহিংসতায় আবারও বাংলাদেশমুখী হচ্ছে রোহিঙ্গারা। সম্প্রতি কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরের বেশ কয়েকটিতে এসে তারা আশ্রয় নিয়েছে। সরকারি হিসাবে তাদের নাম নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজারে এখন পর্যন্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গা প্রায় সাড়ে ১২ লাখ।

আজকের পত্রিকা

খেলাপি বাড়ার শঙ্কা কৃষিঋণে

কৃষকদের জন্য সহজ ও দালালমুক্ত ঋণ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউটকে (এমএফআই) ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) যাচাই ছাড়াই সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত ঋণ বিতরণের সুযোগ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ১২ আগস্ট কৃষিঋণ ঘোষণা অনুষ্ঠানে বলেন, কৃষকের ঋণপ্রক্রিয়া সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সিআইবি যাচাই শিথিলের এই উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সমকাল

কর্মী পাঠাতে অনিয়ম-অর্থ পাচার তদন্তের মুখে ১০০ এজেন্সি

মালয়েশিয়ায় শ্রমবাজার ঘিরে বড় ধরনের সুবিধাভোগী হিসেবে পরিচিত ১০০ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এরই মধ্যে ‘ফাইভ এম ইন্টারন্যাশনাল’-এর ব্যাপারে তদন্ত গুছিয়ে আনা হয়েছে। এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদউদ্দিন চৌধুরী। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে জব্দ করা হয়েছে সাবেক এই সংসদ সদস্যের ব্যাংক হিসাব।  

প্রথম আলো

গ্রিন রোডে দেড় লাখ ট্রামাডল বড়িসহ গ্রেপ্তার হলেন তিনি, ৩১ ঘণ্টার মধ্যে হয়ে গেল জামিন

বিদেশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ‘মাদক পাচারকারী’কে গ্রেপ্তার করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার ব্যক্তি ৩১ ঘণ্টার মধ্যে জামিন পেয়েছেন। এ ঘটনায় বিস্মিত হয়েছেন অধিদপ্তরটির কর্মকর্তারা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, অধিদপ্তরের একটি দলের সদস্যরা গত সোমবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর গুলশানের মাদানী অ্যাভিনিউ থেকে মো. তরিকুল ইসলাম (৩৭) নামের একজনকে গ্রেপ্তার করেন।

দেশ রূপান্তর

মেট্রোরেলের নকশা ভেঙে বিলবোর্ড

মেট্রোরেলের নিচের স্থান রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়ে নকশা ভেঙে বিলবোর্ড স্থাপন শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে একদিকে মেট্রোরেলের সৌন্দর্য নষ্ট হবে, অন্যদিকে শহরের প্রাণ-প্রকৃতির জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তাদের এলাকায় মেট্রোরেলের পিলারগুলোতে গ্রাফিতি এঁকেছে। পরিবেশের কথা বিবেচনা করে তারা এ ধরনের বিলবোর্ড স্থাপনের কোনো পরিকল্পনা করছে না।

প্রথম আলো

ইলিশ কোথায় হারাচ্ছে, প্রকৃতি না মানুষের লোভ, দায় কার

ইলিশ ধরার মৌসুম চলছে। কিন্তু পটুয়াখালীর মহিপুর নদীবন্দরের জেলে সিদ্দিক মাঝি (৫৩) হতাশ। এ বছর সাতবার সমুদ্রে গিয়েও তিনি প্রত্যাশা অনুযায়ী মাছ পাননি। সর্বশেষ ১০ দিনের জন্য মাছ ধরতে গিয়ে তাঁর খরচ হয়েছে প্রায় ছয় লাখ টাকা। মাছ বিক্রি করে লাভ পেয়েছেন সামান্য। এর আগে ছয়বার মাছ ধরতে গিয়ে যে খরচ হয়েছে, সেই টাকা ওঠেনি বলে তিনি জানিয়েছেন।

বণিক বার্তা

বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে কুনমিং

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং। ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সৌন্দর্য ও আঞ্চলিক সংযোগের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এ শহর। ‘সিটি অব ইটার্নাল স্প্রিং’ নামে পরিচিত শহরটির আবহাওয়া সারা বছরই নাতিশীতোষ্ণ। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মূল গেটওয়ে হিসেবে এটি চীনের দক্ষিণ এশিয়া নীতিতে কৌশলগত ভূমিকা পালন করে। কুনমিং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগের কেন্দ্র হিসেবে মিয়ানমার, লাওস, ভিয়েতনামের বাণিজ্যপথে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে। সম্প্রতি বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে শহরটি। ভৌগোলিক অবস্থান, বহুপক্ষীয় বাণিজ্য মঞ্চ, আঞ্চলিক কূটনীতি এবং স্বাস্থ্য খাতের সহযোগিতা—সব মিলিয়ে শহরটি বাংলাদেশের জন্যও কৌশলগত কেন্দ্রে পরিণত হচ্ছে।

প্রথম আলো

রানওয়ের কাছে ফ্ল্যাট কিনেছিলেন জনপ্রিয় তারকারা, এখন বিপাকে

বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি মাসুম বাসার ও মিলি বাসার। তাঁরা ২০১৯ সালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে উত্তরার প্রিয়াংকা রানওয়ে সোসাইটিতে একটি ফ্ল্যাট কেনেন।

ফ্ল্যাটটি যে ভবনে, সেটির নাম ভার্টিকেল-২। মাসুম বাসার ও মিলি বাসারের ফ্ল্যাট আটতলায়। জানা গেছে, এই ভবনে ১৩-১৪ জন অভিনেতা-অভিনেত্রী ফ্ল্যাট কিনেছেন।

বণিক বার্তা

মেগা প্রকল্পে ৭.৫২ বিলিয়ন বাড়তি ব্যয়ের অভিযোগ তুললেও এক বছরে নেই আন্তর্জাতিক নিরীক্ষার উদ্যোগ

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে শ্বেতপত্র কমিটি এবং অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে একটি টাস্কফোর্স গঠন করা হয়। তাদের প্রতিবেদনে উঠে আসে, আওয়ামী লীগ আমলে বাস্তবায়িত আটটি মেগা প্রকল্পে প্রারম্ভিক ব্যয়ের তুলনায় ৭ দশমিক ৫২ বিলিয়ন ডলার বা ৯১ হাজার ৭৪৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা সমমানের ধরে) অতিরিক্ত ব্যয় হয়েছে। দুর্বল পরিকল্পনা, বাস্তবায়নে বিলম্ব এবং দুর্নীতিকে এ ব্যয় বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। যদিও পরবর্তী সময়ে এ নিয়ে আর কোনো পদক্ষেপ নেয়নি অন্তর্বর্তী সরকার। খাতসংশ্লিষ্টরা মনে করেন, দেশের বেসরকারি ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে যেমন আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে, তেমনি মেগা প্রকল্পের বাড়তি ব্যয় নিয়েও আন্তর্জাতিক নিরীক্ষার ব্যবস্থা করা উচিত।

কালবেলা

৮০ কোটি টাকা কমিশন ডিসি-এসপির দপ্তরে

সিলেটের পাথরকাণ্ডে একের পর এক বেরিয়ে আসছে থলের বিড়াল। এই লুটপাটে রাজনীতিবিদদের পাশাপাশি সঙ্গ দিয়েছেন স্থানীয় প্রশাসনের প্রায় সব স্তরের কর্মকর্তারা। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), সহকারী কমিশনার (ভূমি), পুলিশ সুপার (এসপি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং কোম্পানীগঞ্জে দায়িত্বপ্রাপ্ত চারজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরাসরি মদদ ছিল পাথর লুটপাটে।

এ ছাড়া টাকার ভাগ পেয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের বিশেষ ইউনিট পুলিশ ইন্টার্নাল ওভারসাইটের (পিআইও) দুজন কর্মকর্তা। পুলিশকে ট্রাকপ্রতি ১০ হাজার টাকা দেওয়া হতো তিনটি শর্তে। স্থানীয় বিজিবির সংশ্লিষ্টতার তথ্য মিলেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্তে। সব মিলিয়ে ৪ কোটি ঘনফুট পাথর লুটপাটে প্রায় ৮০ কোটি টাকা কমিশন ঢুকেছে স্থানীয় প্রশাসনের পকেটেই।