সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সাধারণ সম্পাদক ও ঢাকা পোস্টের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান ডালিম বলেছেন, অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার দিকে জোর দিতে হবে। সমাজ থেকে অন্যায় ও দুর্নীতি দূর করতে হলে নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিকল্প নেই।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরকৈজুরী মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেহেদী হাসান ডালিম বলেন, আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনে জাতির নেতৃত্ব দিবেন। তাই তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের পশ্চিমা সংস্কৃতিতে আসক্ত না হয়ে নিজ দেশের সংস্কৃতি চর্চার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্বপ্ন বড় করে দেখা শিখতে হবে। নিজেদের যোগ্য করে গড়ে তুলে দেশ ও সমাজের জন্য অবদান রাখতে হবে।

চরকৈজুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সমাজ সেবক মোহাম্মদ আলী জিন্নাহ, ওয়াজেদ আলী মাস্টার ও ফজুলল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শফিকুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে চরকৈজুরী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে উত্তীর্ণ ৬১ জন কৃতি শিক্ষার্থীর পাশাপাশি চরকৈজুরী হাইস্কুল থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

এসএএ/বিআরইউ