চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার স্পোর্টস জোনে সংঘর্ষের ঘটনায় নিহত জুবায়ের উদ্দিন বাবুর হত্যা মামলার পলাতক আসামি আবির রহমান রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে র‌্যাব-৭আবির রহমান চান্দগাঁও থানার রিয়াজ উদ্দিন উকিল বাড়ির বাসিন্দা নুনু মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, ভুক্তভোগী জুবায়ের উদ্দিন বাবু ছিলেন নগরের বায়েজিদ বোস্তামী থানার বাসিন্দা। সিটি গেট এলাকায় একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। গত বছরের ২০ সেপ্টেম্বর রাতে চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধনের খেলা চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে।

জুবায়ের ওই খেলা দেখতে গিয়েছিলেন। এসময় রুবেলসহ একদল ব্যক্তি অস্ত্র নিয়ে মাঠে প্রবেশ করেন। তারা আয়োজক কমিটির সদস্য ও দর্শকদের ওপর হামলা চালান। এতে জুবায়েরসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে জুবায়েরকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় নিহত যুবকের ভগ্নিপতি চান্দগাঁও থানায় মামলা করেন। মামলায় ৪০ জনকে এজাহারনামীয় আসামি এবং আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আবির রহমান রুবেলের অবস্থান নিশ্চিত হয়ে কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআর/বিআরইউ