ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে জমে থাকা বর্জ্য উন্মুক্তভাবে পোড়ানো বন্ধে অঞ্চলভিত্তিক ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে বিষয়টি জানা গেছে।  

এর আগে সংস্থার সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম এক দপ্তর আদেশে ভিজিল্যান্স টিম অনুমোদন দেন।

ডিএসসিসির সচিব জানান, উন্মুক্তভাবে বর্জ্য পোড়ানো রোধে প্রতিটি অঞ্চলে টিম কার্যক্রম চালাবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

সূত্র জানায়, প্রতিটি ভিজিল্যান্স টিমের আহ্বায়ক থাকবেন সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন ওই অঞ্চলের আঞ্চলিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। এছাড়া সদস্য হিসেবে থাকবেন সংশ্লিষ্ট অঞ্চলের পরিচ্ছন্ন পরিদর্শক ও আঞ্চলিক সহকারী প্রকৌশলী (পুর)।

এএসএস/এমএসএ