শিল্পের শহরে সন্ধ্যা হলেই আতঙ্ক, ১৯ জায়গা বেশি বিপজ্জনক
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
ভোটের আগে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন প্রশ্নে মতভিন্নতা
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই জাতীয় সনদ তথা সংস্কার প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদের সব প্রস্তাব বিধিবিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে। জুলাই জাতীয় সনদের সমন্বিত চূড়ান্ত খসড়া নিয়ে নিজেদের এই অবস্থান জাতীয় ঐকমত্য কমিশনকে জানিয়েছে দলটি।
বিজ্ঞাপন
গতকাল শুক্রবার জাতীয় ঐকমত্য কমিশনে মতামত জমা দেয় এনসিপি। জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের অবস্থানও এনসিপির কাছাকাছি।
কালবেলা
গাজীপুরে বেপরোয়া অটোরিকশা, নেপথ্যে পুলিশের চাঁদাবাজি
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গাজীপুরের মহাসড়কে উল্টো পথে দাঁপিয়ে বেড়াচ্ছেন চালকরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে অহরহ এ ঘটনা ঘটলেও অনেকটা নির্বিকার পুলিশ। বেপরোয়া গতি ও অদক্ষ চালকের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অটোরিকশার এমন বেপরোয়া চলাচলের কারণ অনুসন্ধানে বেরিয়ে এসেছে দালাল চক্রের মাধ্যমে পুলিশের ম্যানেজের বিষয়। শুধু ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অন্তত ৪০০ অটোরিকশা থেকে চাঁদার মাধ্যমে মাসিক ৪০ লাখ টাকা যায় পুলিশের পকেটে। অন্যান্য মহাসড়ক মিলিয়ে এ চাঁদার পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা।
বণিক বার্তা
সুশাসন প্রতিষ্ঠায় দেশের শীর্ষ প্রতিষ্ঠান লাফার্জহোলসিম এমজেএল ও ব্র্যাক ব্যাংক
দেশের বেশকিছু কোম্পানি কয়েক বছর ধরে করপোরেট খাতে টেকসই উন্নয়নের ক্ষেত্রে শক্ত অবস্থান ধরে রেখেছে। পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) মানদণ্ড অনুসরণের ভিত্তিতে এ বিষয়ে সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গ। এতে স্থান পেয়েছে বাংলাদেশের করপোরেট খাতের ১১টি প্রতিষ্ঠান; যেখানে তিন ক্যাটাগরিতে শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স ও সিটি ব্যাংক। তবে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে শীর্ষ তিন অবস্থানে রয়েছে শেয়ারবাজারের তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশ, এমজেএল বাংলাদেশ ও ব্র্যাক ব্যাংক।
সমকাল
অপবাদ ছড়িয়ে ৩ জনকে হত্যা
দেশের তিনটি জেলায় গত বৃহস্পতিবার রাত ও গতকাল শুক্রবার অপবাদ ছড়িয়ে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এদের একজন কিশোর, একজন তরুণ এবং একজন যুবক। নিহতদের দুজনকে চোর সন্দেহে এবং একজনকে চাঁদাবাজির অভিযোগে পিটানো হয়। এর মধ্য দুটি ঘটনা পরিকল্পিত বলে পুলিশ সন্দেহ করছে।
রংপুরের তারাগঞ্জে গত ১০ আগস্ট ভ্যানচোর সন্দেহে পিটিয়ে দুই ব্যক্তিকে হত্যার রেশ কাটতে না কাটতে গত ২৪ ঘণ্টায় এই তিন হত্যার ঘটনা ঘটে। এই নিয়ে চলতি মাসে গণপিটুনিতে ১৪ জনের প্রাণ গেছে।
প্রথম আলো
শিল্পের শহরে সন্ধ্যা হলেই আতঙ্ক, ১৯ জায়গা বেশি বিপজ্জনক
দেশের একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আশিক চৌধুরী ১৬ আগস্ট রাতে গাজীপুর মহানগরের বড়বাড়ি থেকে একটি অটোরিকশায় টঙ্গীর বোর্ডবাজার যাচ্ছিলেন। অটোরিকশাটিতে আগে থেকেই যাত্রীবেশে কয়েকজন বসে ছিলেন। সেটি শহরের গাছা এলাকায় পৌঁছালে চালকসহ চারজন আশিকের কাছে থাকা দেড় লাখ টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেন।
গাজীপুরে এর আগে ৭ আগস্ট স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। এক ব্যক্তিকে ছিনতাইকারীদের ধাওয়ার ভিডিও ধারণ করতে গিয়ে অনেকের সামনে খুন হন তিনি।
আরও পড়ুন
যুগান্তর
ঋণপ্রবাহের গতি সর্বনিম্ন
দেশের সামগ্রিক বা অভ্যন্তরীণ ঋণ প্রবাহের প্রবৃদ্ধির হার রেকর্ড পরিমাণে কমেছে। বিদায়ি অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৭ দশমিক ৯৭ শতাংশ। যা স্মরণকালের সর্বনিম্ন। বেসরকারি খাতের ঋণ প্রবাহের হার রেকর্ড পরিমাণে কমায় সামগ্রিক ঋণ প্রবাহে সর্বনিম্ন প্রবৃদ্ধি হয়েছে। বিদায়ি অর্থবছরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে মাদ ৬ দশমিক ৪৯ শতাংশ। এটিও রেকর্ড। এমন কী বেসরকারি খাতসহ সামগ্রিক খাতের ঋণ প্রবৃদ্ধির হার করোনা ভাইরাসের সংক্রমণের সময়ের চেয়েও কম। মূলত বেসরকারি খাতের ঋণ প্রবাহ মাত্রাতিরিক্ত হারে কমার কারণে এমনটি হয়েছে। দেশের মোট ঋণ প্রবাহের মধ্যে বেসরকারি খাতই নিচ্ছে প্রায় ৭৭ শতাংশ বাকি ২৩ শতাংশ সরকারি ও অন্যান্য খাতে যাচ্ছে। দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির তথ্যউপাত্ত নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের তৈরি হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
সমকাল
রপ্তানি আয়ের ৭০ শতাংশ এসেছে ১০ দেশ থেকে
রপ্তানি বাণিজ্যে কিছু দেশের ওপর অতিনির্ভরতা দীর্ঘদিন ধরে। এ কারণে উচ্চ ঝুঁকিতে রয়েছে দেশের রপ্তানি খাত। কেননা বড় দু-একটি বাজারে কোনো কারণে সংকট তৈরি হলে সার্বিকভাবে রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে উদ্বেগ তার বড় প্রমাণ।
কালের কণ্ঠ
পণ্যের বদলে আসছে ইয়াবা
প্রতিনিয়ত অভিনব কৌশলে মাদক কারবারিদের বিভিন্ন চক্র মায়ানমার থেকে বাংলাদেশে মূলত ইয়াবার বড় চালান নিয়ে আসছে। গত প্রায় ৯ মাস ধরে দেশ থেকে ওষুধ, খাদ্য, নির্মাণসামগ্রী, কৃষি উপকরণসহ বিভিন্ন পণ্যের বিনিময়ে মায়ানমার থেকে ইয়াবা, আইসসহ আরো মাদকদ্রব্য নিয়ে আসতে সংশ্লিষ্ট চক্রগুলোর তৎপরতা বেড়েছে। কোস্ট গার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট অন্যান্য সূত্রে জানা গেছে, এসব পণ্যের বিনিময় হয় সাগরের মায়ানমার অংশে। বিশেষ করে মাছ ধরার নৌযানে পণ্য নেওয়া হয় মায়ানমারের আরাকান আর্মির সদস্যদের কাছে।
সমকাল
পূর্ণমাত্রার দুর্ভিক্ষের কবলে গাজা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ‘মানবসৃষ্ট’ দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতিসংঘ। গাজা সিটির অন্তত পাঁচ লাখের বেশি বাসিন্দা চরম খাদ্যাভাবে ভুগছেন। প্রতিদিনই দুর্ভিক্ষে মৃত্যু বাড়ছে। আর এভাবে মৃতর একটা বড় অংশ শিশু। অনেক শিশু খাদ্যাভাবে এতটাই দুর্বল, কাঁদতে বা খাবার খেতে পারছে না। জাতিসংঘের চার সংস্থা সতর্ক করে বলেছে, এক্ষুনি পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।
কালের কণ্ঠ
ভিসা জটিলতায় ৫০ হাজার কর্মী
‘চোখ দিয়ে পানি পড়ছে, কষ্টে বুক ফেটে যাচ্ছে। কিন্তু কিছু করার, বলার ক্ষমতা নেই। মাঝে মাঝে মন চায় মরে যাই। আসলে এই মানসিক যন্ত্রণা আর নিতে পারছি না।’
মোবাইল ফোনে গত মঙ্গলবার কালের কণ্ঠের কাছে এভাবে ইতালির ভিসা ও পাসপোর্ট না পাওয়া নিয়ে দুঃখ-কষ্টের কথা বলছিলেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বাসিন্দা মো. কাদির শেখ। ইতালি যেতে তিনি ২০২৩ সালের ১৬ আগস্ট ভিএফএস গ্লোবালের সিলেট বিভাগের অফিসে পাসপোর্ট জমা দেন। আশা ছিল অল্প কিছুদিনের মধ্যে ইতালি পাড়ি জমাবেন। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, দুই বছর পার হলেও এখনো ইতালি পাড়ি জমাতে পারেননি কাদির শেখ।
আজকের পত্রিকা
এনসিটিবি: পাঠ্যবইয়ে আবার পরিবর্তন আসছে
এক বছরের ব্যবধানে আবারও পাঠ্যবইয়ে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এ পরিবর্তন আসবে আগামী বছরের মাধ্যমিক, একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যবইয়ের বেশ কিছু বিষয়ে। কী কী পরিবর্তন আনা হবে, তা চূড়ান্ত করার জন্য এর মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইত্তেফাক
‘ডিটেনশন’ আতঙ্কে ঢাকার শিক্ষার্থীরা
শিক্ষকদের কোচিং-বাণিজ্যের নতুন ফাঁদ ‘ডিটেনশন’। ক্লাসে পড়া না পারা বা হোমওয়ার্ক না করাসহ নানা অজুহাতে শিক্ষার্থীদের ডিটেনশনে পাঠানোর নামে ছুটি শেষে ১৫ মিনিট থেকে আধা ঘণ্টা আটকে রাখা হয়। রাজধানীর অধিকাংশ স্কুলে কোচিং না করা শিক্ষার্থীদের ওপরে চলছে ডিটেনশন নামক নির্যাতন।
বণিক বার্তা
ব্যাংক ব্যবস্থার দুর্বলতায় সক্রিয় মাল্টিলেভেল মার্কেটিং ও সমবায় সমিতি
দেশের ব্যাংক খাতে কয়েক বছর ধরেই অস্থিরতা বিরাজ করছে। গ্রাহকের আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়া এবং আওয়ামী লীগ আমলে হওয়া অনিয়ম-দুর্নীতি ও অর্থ লুটপাটের ঘটনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা অনেক কমেছে। চলমান এ অস্থিরতা ও আস্থাহীনতার সুযোগ নিচ্ছে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ও সমবায় সমিতিগুলো। স্বল্প আয়ের সাধারণ মানুষকে টার্গেট করে প্রথমে বিশ্বাস অর্জন, তারপর লাভের আশা দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া। সম্প্রতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুসন্ধানে দেখা গেছে, কেবল জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়ই গত এক বছরে ২৩টি সমবায় সমিতি হাজার কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছে। সারা দেশে এর পরিমাণ আরো বহুগুণ বেশি হতে পারে বলে আশঙ্কা খাতসংশ্লিষ্টদের।
দেশ রূপান্তর
পুলিশের স্বজনদেরও তথ্য তালাশ
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি জোরালো হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সব পুলিশ সদস্যের তথ্য জোগাড় করছে পুলিশ সদর দপ্তর। তাদের সঙ্গে ‘রাজনৈতিক যোগ’ আছে কি না, সেদিকে বেশি নজর দেওয়া হচ্ছে। পুলিশের স্বজনরাও নজরের বাইরে নয়। সপ্তাহখানেক আগে পুলিশের সব ইউনিটপ্রধান, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও থানার ওসিদের কাছে বিশেষ বার্তা পাঠানো হয়েছে।
কালবেলা
বাজার ঊর্ধ্বমুখী মধ্যস্বত্বভোগীর মেকানিজমে
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েক মাস নিত্যপণ্যের বাজার সহনীয় পর্যায়ে ছিল। এমনকি গত রোজায়ও দ্রব্যমূল্যের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়নি, যা সরকারের জন্য প্রশংসাও বয়ে আনে। সম্প্রতি খাদ্যদ্রব্যের দাম আবারও অস্বাভাবিকভাবে বেড়েছে। একটি বড় গোয়েন্দা সংস্থা তাদের অনুসন্ধান প্রতিবেদনে বলেছে, এ বৃদ্ধির জন্য দায়ী মূলত মধ্যস্বত্বভোগীদের কারসাজি। প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।