বৃষ্টিভেজা আষাঢ়ের প্রথম সকাল
আকাশে জমেছে ঘন কালো মেঘ
মঙ্গলবার (১৫ জুন, ১ আষাঢ়) বর্ষার প্রথম দিন। সকালের প্রকৃতিও সে বার্তাই দিচ্ছে। আকাশজুড়ে শুধু মেঘেদের দাপট। মেঘগুলো এদিক-সেদিক ছোটাছুটি করছে। একপর্যায়ে ঝপঝপিয়ে নেমে এলো বৃষ্টি।
মেঘ কালো আকাশের মধ্যেই সকাল ৭টার কিছু আগে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে রয়েছে মেঘেদের গর্জন। আর সকালের শুরুতেই বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামী মানুষ।
বিজ্ঞাপন
ঋতুচক্রে আষাঢ়-শ্রাবণ এই দু’মাস মিলিয়ে বর্ষাকাল। বছরের প্রায় ৮০ শতাংশ বৃষ্টিই হয় বর্ষায়। তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে প্রকৃতির সে রূপ এখন আর তেমন একটা দেখা যায় না।
এদিকে সোমবার (১৪ জুন) রাতে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
বিজ্ঞাপন
জেডএস