‘গ্রামীণ মানুষের সম্ভাবনার কথা বলে এস এম সুলতানের শিল্পকর্ম’
এস এম সুলতানের শিল্পকর্ম শুধু ক্যানভাসে সীমাবদ্ধ নয়, তার চিত্রে গ্রামীণ মানুষের শক্তি, শ্রম ও সম্ভাবনার কথা উঠে এসেছে। এসব নতুন দৃষ্টিতে ধরা দিয়েছে বলে উল্লেখ করেছেন বক্তারা।
শনিবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর পান্থপথে দৃকপাঠ ভবনে শিল্পাচার্য এস এম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে সেমিনারে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ।
বিজ্ঞাপন
সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সময়েও সুলতানের কাজ সমাজে মানুষের জাগরণ, ক্ষমতায়ন ও ন্যায়ভিত্তিক সমাজ ভাবনায় বিশেষভাবে প্রাসঙ্গিক।
তারা বলেন, সুলতানের শিল্পকর্ম কেবল ক্যানভাসে সীমাবদ্ধ নয়। তার চিত্রে গ্রামীণ মানুষের শক্তি, শ্রম ও সম্ভাবনা নতুন দৃষ্টিতে ধরা দিয়েছে। এস এম সুলতানের চিত্র মানুষদের জাগরণ ও ক্ষমতায়নের আলাপ। তার চিত্র কর্মে ফুটে উঠেছে চিন্তা-দর্শন ও চিত্রচিন্তার নানা দিক।
বিজ্ঞাপন
চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক ধীমান সরকার সাগরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ নিজার, শিল্পী-সংগঠক অমল আকাশ প্রমুখ।
এএসএস/বিআরইউ