চট্টগ্রাম নগরের বাকলিয়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ আগস্ট) মিয়া খান নগর ও কালা মিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে মিয়া খান নগরের আলবেনী বেকারি কারখানায় নোংরা পরিবেশে উৎপাদন, নিম্নমানের অননুমোদিত রং ও ফ্লেভার ব্যবহার, পোড়া তেল পুনঃব্যবহার ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণের অভিযোগে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে কালা মিয়া বাজার এলাকার সুইটস হাঙ্গারকে একই অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

চসিক জানায়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এমআর/এমএসএ