রাজধানীর মিরপুরে শাহ আলী থানা এলাকায় গভীর রাতে মো. লিটন বিশ্বাস নামের এক ব্যক্তিকে (৪৫) ছুরিকাঘাত করেছেন মেহেদী নামে এক যুবক। এ ঘটনায় মেহেদীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৪ জুন) দিবাগত রাত পৌনে ১টায় আহত লিটনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

উদ্ধার করে নিয়ে আসা পথচারী রজ্জব হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১ এর নিউ সি ব্লকের ৩ নম্বর রোডে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। কেউ তাকে ধরছে না। পরে আমরা ২ জন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তার অবস্থা আশঙ্কাজনক। 

রজ্জব আরও জানান, লিটন বলেছেন- মেহেদী তাদের বাসায় খাবার খেতেন, পূর্ব বিরোধের জেরে তাকে ছুরিকাঘাত করেছেন। বর্তমানে লিটন মিরপুর-১ এর নিউ সি ব্লকের ৩ নম্বর রোডের ১৫/১৮ বাসায় ভাড়া থাকেন। তার বাবার নাম পিয়ার আলী বিশ্বাস। 

ঢামেকে লিটনের চিকিৎসা চলছে জানিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, রাতে মিরপুর থেকে ছুরিকাঘাতে আহত অবস্থায় লিটনকে ঢামেকে আনা হয়েছে। তার পেটের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে।তার চিকিৎসা চলছে। 

এসএএ/এইচকে