পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন অনিবন্ধিত, কর্মীদের জড়িত না হওয়ার নির্দেশ
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনকে অনিবন্ধিত উল্লেখ করে তাতে কোনো কর্মকর্তা কর্মচারীকে জড়িত না হওয়ার নির্দেশ প্রদান করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
সোমবার (২৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিভাগের উপদেষ্টা অনিবন্ধিত সংগঠন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের বিষয়ে বলেছেন- অনিবন্ধিত এ ধরনের সংগঠন বাতিল করতে হবে। এ ধরনের সংগঠনের সম্পূর্ণ কার্যক্রম বন্ধ না করে সমস্যা সমাধান সম্ভব নয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনসহ এ ধরনের অনিবন্ধিত সংগঠন এর কার্যক্রম বন্ধ করা এবং এ ধরনের সংগঠনের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারীদের জড়িত না হওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
ওএফএ/এমএসএ