বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনকে অনিবন্ধিত উল্লেখ করে তাতে কোনো কর্মকর্তা কর্মচারীকে জড়িত না হওয়ার নির্দেশ প্রদান করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

সোমবার (২৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিভাগের উপদেষ্টা অনিবন্ধিত সংগঠন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের বিষয়ে বলেছেন- অনিবন্ধিত এ ধরনের সংগঠন বাতিল করতে হবে। এ ধরনের সংগঠনের সম্পূর্ণ কার্যক্রম বন্ধ না করে সমস্যা সমাধান সম্ভব নয়।

এ নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনসহ এ ধরনের অনিবন্ধিত সংগঠন এর কার্যক্রম বন্ধ করা এবং এ ধরনের সংগঠনের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারীদের জড়িত না হওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

ওএফএ/এমএসএ