পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা। কাছেই হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। দুপক্ষের অবস্থানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ‘আউট’ গেট-এ অবস্থান নেন শিক্ষার্থীরা। কিছুটা দূরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এর আগে তিন দফা দাবি আদায়ে বেলা ১১টায় শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা। সেখান থেকে দুপুর দেড়টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে রওনা হন তারা। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও কাঁদানেগ্যাস ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তখন ১০জন শিক্ষার্থীসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। 

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

এমএসআই/বিআরইউ