হুমকিতে ফসলি জমি, নদী
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল বুধবার সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে বিচার শুরু হয়।
বিজ্ঞাপন
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় তিনি আবু সাঈদকে জুলাই আন্দোলনের ‘ফিনিক্স পাখি’ এবং জুলাই শহীদদের ‘অগ্রসেনানী’ হিসেবে আখ্যায়িত করেন।
আজকের পত্রিকা
হুমকিতে ফসলি জমি, নদী
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দিন-রাত চলছে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু তোলার কাজ। বিশেষ করে উপজেলার সাঁও, চাওয়াই ও করতোয়া নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে নির্বিচারে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ নষ্ট হচ্ছে এবং আশঙ্কা দেখা দিয়েছে ভয়াবহ ভাঙনের। নদীর দুই তীর, ফসলি জমি ও বসতভিটার মাটি ঝুঁকির মুখে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কালের কণ্ঠ
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
বহুল আলোচিত গোপন আয়নাঘর (আটককেন্দ্র) স্থাপন ও ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করে ‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়া প্রস্তাবে কোনো সরকারি কর্মচারী বা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য তাঁর নিজ পরিচয়ে কাউকে বা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বা সরকারি কোনো কর্তৃপক্ষের সম্মতিতে গুম করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে। এ ক্ষেত্রে গুমে জড়িত অপরাধী ব্যক্তি বা কর্তৃপক্ষ সরকারি-বেসরকারি, সামরিক-বেসামরিক যেই হোক, শাস্তি থেকে রেহাই পাবেন না। রাষ্ট্রীয় নিরাপত্তা, জরুরি অবস্থা বা অন্য কোনো অজুহাতে কাউকে গুম করা যাবে না।
যুগান্তর
শাহবাগ থেকে যমুনা রণক্ষেত্র
তিন দফা দাবি আদায়ে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বুধবার ছাত্ররা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুশিল বাধা দেয়। এরপর শুরু হয় সংঘর্ষ। রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যমুনার সামনে গোল আইল্যান্ড এবং পরিবাগ মোড় পর্যন্ত দুপক্ষের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে রূপ নেয়। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে। এ সময় দফায় দফায় টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। ব্যবহার হয় জলকামান। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একপর্যায়ে পুলিশের ওপর চড়াও হন। তারা পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে অর্ধতাধিক শিক্ষার্থীসহ বেশকিছু পুলিশ সদস্যও আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়।
কালের কণ্ঠ
৭০০ কর্মকর্তার ওপর শাস্তির খড়্গ
চাকরির বয়স ২৫ বছর পেরোলেই বাধ্যতামূলক অবসর। শাস্তি এর কম হলে সাময়িক বরখাস্ত। আবার পছন্দের কেউ হলে গ্রাম থেকে শহরে বদলি। অপছন্দের তালিকায় পড়লে প্রত্যন্ত এলাকায় বদলি।
এ ছাড়া রয়েছে বিভিন্ন অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেরা। ৬৯০ জন কর্মকর্তার ধাপে ধাপে হয়েছে এমন অভিজ্ঞতা। অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দেওয়ার প্রতিবাদে আন্দোলন থেমে গেলেও থেমে নেই শাস্তির খড়্গ। তাই উদ্বেগে সময় কাটছে এনবিআর কর্মকর্তাদের।
সমকাল
কম গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নে বেশি ঝোঁক
জনপ্রশাসন সংস্কার কমিশনের ২০৮ সুপারিশের মধ্যে মাত্র ১৮টি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। আশু বাস্তবায়নযোগ্য হিসেবে হাতে নেওয়া ১৮টি সুপারিশের মধ্যে কম গুরুত্বপূর্ণ অনেক প্রস্তাবও রয়েছে। যেমন– মহাসড়কের ফিলিং স্টেশনে স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি সংস্কার কমিশন সুপারিশের একেবারে শেষের দিকে রাখলেও এখন এটিই এক নম্বর অগ্রাধিকারে চলে এসেছে। এ ছাড়া এমন কিছু সুপারিশ সামনে আনা হয়েছে, যা জনপ্রশাসনেরই কাজ নয়। এসব কারণে সুপারিশ বাস্তবায়নে দেখা দিয়েছে নানা জটিলতা।
কালের কণ্ঠ
কামাল ও হারুনের প্রশ্রয়েই বেপরোয়া ‘ব্যাডবয়’ আফ্রিদি
নিজের ‘গুডবয়’ মার্কা চেহারার আড়লে সত্যিকারের ‘ব্যাডবয়’ তৌহিদ আফ্রিদি এই জাদুর শহর ঢাকার রোমিও। অসংখ্য জুলিয়েটকে রাতের রঙিন আলোয় নাচিয়ে নিজে রোমাঞ্চে বুঁদ হয়ে দিনের বেলায় নিষ্পাপ কনটেন্ট ক্রিয়েটর। বাবা টিভি চ্যানেলের দখলদার মালিক। তাঁকে ক্ষমতার ‘পাওয়ার হাউস’ বানিয়ে সব অপকর্মের ‘ফুয়েল’ নিয়েছেন হাসিনার মন্ত্রী আনিসুল-কামালের কাছ থেকে।
যুগান্তর
বছরে ২০০ কোটি টাকার রাজস্ববঞ্চিত সরকার
আন্তর্জাতিক এসএমএস খাত থেকে বছরে প্রায় ২০০ কোটি টাকার রাজস্ববঞ্চিত হচ্ছে সরকার। পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রশাসনিক নির্দেশনা এখনো বহাল থাকায় সরকার বিপুল অঙ্কের এই রাজস্ব হারাচ্ছে। গণ-অভ্যুত্থানে সরকার পতনের এক বছর পার হলেও রহস্যজনক কারণে জয়ের সেই সিদ্ধান্ত থেকে সরে আসেনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সরকার পতনের কিছু দিন পর নীতিমালা অনুযায়ী খাতটি আন্তর্জাতিক গেটওয়ের (আইজিডব্লিউ) মাধ্যমে চালানোর উদ্যোগ নিয়েছিল সংস্থাটি। কিন্তু অদৃশ্য কারণে তা কার্যকর হয়নি।
প্রথম আলো
নকশা, ভূমি, ছাড়পত্র সেবা বন্ধ থাকায় আবাসন ব্যবসায় ক্ষতি
রাজউকের ভবন নির্মাণ-সংক্রান্ত নকশা অনুমোদন ও ভূমি ব্যবহারের ছাড়পত্র দেওয়ার কার্যক্রম তিন মাস বন্ধ থাকায় ঢাকার আবাসন খাতের ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আটকে গেছে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যেসব নির্মাণ ও ভূমি ব্যবহার-সংক্রান্ত আবেদন অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করে, সেগুলো ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম (ইসিপিএস) নামে একটি সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। এই সফটওয়্যার রক্ষণাবেক্ষণে প্রতিবছর পাঁচ কোটি টাকার মতো খরচ করতে হয়। গত ১৯ মে এ সিস্টেমে নিরাপত্তাত্রুটি দেখা দিলে অনলাইন কার্যক্রম স্থগিত করা হয়।
আজকের পত্রিকা
চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে
এমবিবিএস শেষে ইন্টার্নশিপ করছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। অথচ যে উদ্যোগ ও উদ্যম তিনি দেখিয়েছেন, তা স্বাভাবিকভাবে একজন শিক্ষানবিশ চিকিৎসকের সীমা ছাড়িয়ে গেছেন। শীর্ষ শ্রেয়ান নামের এ তরুণ চিকিৎসক দাতা সংস্থার সহায়তায় স্ট্রোক ও হৃদ্রোগীদের জন্য সংগ্রহ করেছেন ১৭ কোটি টাকার ওষুধ।
কালবেলা
বই ছাপার কাজ যাচ্ছে বিদেশিদের হাতে
বিনামূল্যের পাঠ্যবই ছাপানো ঘিরে নানা বিতর্কের পর দেশীয় প্রেস মালিকদের ‘সিন্ডিকেট’ ভাঙতে বই ছাপাতে আন্তর্জাতিক দরপত্র করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিকের দরপত্র বাতিল করে পুনঃদরপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেজন্য এ-সংক্রান্ত বিধিতে কিছু শিথিলতা আনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ (ক্রয় কমিটি)। তবে বই ছাপানোর কাজে দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা থাকার পরও সরকারের আন্তর্জাতিক দরপত্রে যাওয়ার সিদ্ধান্তের চরম বিরোধিতা করছেন প্রেস ও পেপার মালিকরা। তারা বলছেন, সরকারের এমন সিদ্ধান্তে দেশের কয়েক লাখ মানুষ কর্মসংস্থান হারানোর পাশাপাশি এই শিল্পে ৯০ হাজার কোটি টাকার বিনিয়োগে ধস নামবে।
বিবিসি
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে পালাবদল, কার লাভ কতটা
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের পালাবদল––এই বিষয়টি এখন ঢাকায় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে। পাকিস্তানের পররাষ্ট্রসহ বিভিন্ন দপ্তরের একাধিক মন্ত্রীর বাংলাদেশ সফরকে ঘিরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মোড়ও অনেকটাই দৃশ্যমান। কিন্তু প্রশ্ন হচ্ছে, নতুন এই সম্পর্কে বাণিজ্য, কূটনৈতিক দিক থেকে দেশ দুটির কার কতটা লাভ হবে?