রাষ্ট্রাচার বা চিফ অব প্রটোকলে পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তে রাষ্ট্রাচার প্রধান এ. এফ. এম জাহিদ-উল-ইসলামকে সরিয়ে দেওয়া হ‌য়ে‌ছে। তার প‌রিব‌র্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মো. নুরল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে চিফ অব প্রটোকলের দায়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগ থেকে এক অফিস আদেশে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, রাষ্ট্রাচার প্রধান এ. এফ. এম জাহিদ-উল-ইসলাম এখন থে‌কে মহাপ‌রিচালক সাধারণ সেবার দেখভাল কর‌বেন। অন‌্যদি‌কে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মো. নুরল ইসলাম এখন থে‌কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে চিফ অব প্রটোকলের দা‌য়িত্ব পালন কর‌বেন।

গত ৩ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন এক অফিস আদেশে এ. এফ. এম জাহিদ-উল-ইসলামকে চিফ অব প্রটোকল করার সিদ্ধান্ত নেয়। তিনি সাবেক চিফ অব প্রটোকল খন্দকার মাসুদুল আলমের স্থলাভিষিক্ত হন।

মাসুদুল আলম বর্তমানে ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

এনআই/এমজে