মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠকে বসছেন সিইসি
মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন নির্বাচন কমিশনে আসছেন। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর মার্কিন দূতাবাসের সঙ্গে এটিই সিইসির প্রথম বৈঠক।
ইসি জানায়, সোমবার (১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন দূতাবাসের এই কর্মকর্তা। এর আগে গত বৃহস্পতিবার বৈঠকটি হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে ছাত্র আন্দোলনের জন্য নিরাপত্তার কারণে বৈঠকটি বাতিল করা হয়েছিল।
বিজ্ঞাপন
৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিই হবে মার্কিন দূতাবাসের সঙ্গে প্রথম বৈঠক।
এসআর/এমএন
বিজ্ঞাপন