তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন দেশের একমাত্র সরকারি মালিকানাধীন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্ট-আপ বাংলাদেশ লিমিটেড-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন নুরুল হাই। সোমবার (১ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

নুরুল হাই দীর্ঘ ১৬ বছর ধরে ভেঞ্চার ক্যাপিটাল, ইমপ্যাক্ট ফান্ড, অ্যাসেট ম্যানেজমেন্ট ও ব্যাংকিংসহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন। বিশেষ করে এশিয়া, পূর্ব আফ্রিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে তিনি উল্লেখযোগ্য সংখ্যক স্টার্টআপকে টেকসই ও লাভজনক ব্যবসায় রূপান্তরে ভূমিকা রেখেছেন।

স্টার্ট-আপ বাংলাদেশে যোগদানের আগে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ফার্ম স্মল এন্টারপ্রাইজ অ্যাসিস্ট্যান্স ফান্ডের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নুরুল হাই বলেন, আমি বিশ্বাস করি, গতি আর দায়িত্বশীলতা একসাথে চললেই সত্যিকারের পরিবর্তন আসে। আমরা এমন একটি পাইপলাইন তৈরি করতে চাই, যেখানে ফাউন্ডাররা নিশ্চয়তা ও স্বচ্ছতার সঙ্গে পরবর্তী ধাপে যেতে পারবে, আর বিনিয়োগকারীরা পাবেন সময়মতো লাভজনক এক্সিট।

তিনি আরও জানান, তরুণ উদ্যোক্তাদের সহায়তা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তার বৈশ্বিক অভিজ্ঞতা ও নেটওয়ার্ক কাজে লাগাবেন। 

প্রসঙ্গত, স্টার্ট-আপ বাংলাদেশ লিমিটেড হলো বাংলাদেশ সরকারের মালিকানাধীন দেশের প্রথম ও একমাত্র ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি, যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি উদ্ভাবনী খাত ও তথ্যপ্রযুক্তি নির্ভর স্টার্টআপে বিনিয়োগের পাশাপাশি গবেষণা, প্রোটোটাইপ তৈরি এবং ব্যবসা সম্প্রসারণে আর্থিক সহায়তা প্রদান করে। একই সঙ্গে দেশের স্টার্ট-আপ ইকোসিস্টেমকে শক্তিশালী করা, উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তোলা এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এর মূল লক্ষ্য।

আরএইচটি/এমজে