চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন হঠাৎ বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কমলমুন্সির হাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে এসে কমলমুন্সির হাট স্টেশনে পৌঁছালে ইঞ্জিনের হোস পাইপ ভেঙে যায়। এতে ইঞ্জিন ও বগিগুলো আলাদা হয়ে পড়ে। ঘটনার পর চালক ইঞ্জিন নিয়ে চট্টগ্রামের দিকে ফিরে যান। এ সময় যাত্রীবাহী বগিগুলো স্টেশনে দাঁড়িয়ে থাকে।

পটিয়া রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ পাভেল বলেন, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি রাতে কমলমুন্সির হাট এলাকায় পৌঁছালে ইঞ্জিনের হুক ভেঙে বগি আলাদা হয়ে যায়। এ কারণে যাত্রীরা আটকা পড়েন। চট্টগ্রাম থেকে একটি সাপোর্ট ইঞ্জিন পটিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। সেটি পৌঁছালে যাত্রীদের নিরাপদে গন্তব্যে নেওয়া হবে।

এমআর/এমটিআই