চট্টগ্রামে সাপের কামড়ে প্রাণ গেল নারীর
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিষধর সাপের কামড়ে গোপা ঘোষ (৪৫) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিজ্ঞাপন
গোপা ঘোষ সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি ধর্মীয় মন্দিরভিত্তিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের শৌচাগারে যান গোপা ঘোষ। শৌচাগারের দরজা বন্ধ করতে গেলে তার পায়ে বিষধর সাপ কামড়ে দেয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মো. আলতাফ হোসেন বলেন, রোগীকে দেরিতে হাসপাতালে আনা হয়েছিল। তখনই তার অবস্থা খুব সংকটাপন্ন ছিল। তাই আমরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিলাম।
এমআর/এমজে