রাজধানীতে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীর তেজগাঁও এলাকায় রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজের পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশ নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মোট ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, গতকাল জুমার নামাজ শেষে ওই এলাকায় আকস্মিকভাবে মিছিল বের হলে ডিবি পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালায়। এসময় মিছিলে অংশগ্রহণকারী ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসি/বিআরইউ
বিজ্ঞাপন