২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ সম্পাদকসহ গ্রেপ্তার ১৩
রাজধানীতে অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা, কেবি কনভেনশন হল ভাড়া প্রদানকারী মো. বায়েজিদসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসি/এআইএস
বিজ্ঞাপন