দেশি মুরগির উৎপাদন বাড়াতে বিদেশ ভ্রমণের আবদার
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের
শান্তিপূর্ণ ও উৎসবমুখর প্রচার চলেছে গত ১৩ দিন। এই সময়ে আচরণবিধি লঙ্ঘনের বড় কোনো অভিযোগ ওঠেনি। নির্বাচনী ইশতেহারে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। তাঁরা আরও বলেছেন, সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবেন। ডাকসু ও হল সংসদের নির্বাচনকে ঘিরে সৌহার্দ্য–সম্প্রীতির এমন পরিবেশ ভোট গ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত বজায় থাকুক, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন শিক্ষক–শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
কালবেলা
দেশি মুরগির উৎপাদন বাড়াতে বিদেশ ভ্রমণের আবদার
উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণের নামে বিদেশ ভ্রমণের প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারছেন না সরকারি কর্মকর্তারা। মাছ চাষ, খিচুড়ি রান্না, ঘাস চাষ শিখতে বিদেশ যাওয়ার খায়েশের পর এবার দেশি মুরগির ডিম ও মাংস উৎপাদন বাড়ানো শিখতে বিদেশ ভ্রমণের আবদার করা হয়েছে। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) প্রস্তাবিত একটি প্রকল্পে এমন আবদার করা হয়েছে। এ ছাড়া শুধু বিদেশ ভ্রমণই নয়, আলোচ্য প্রকল্পে পরিকল্পনা কমিশনের সুপারিশ আমলে না নেওয়ার পাশাপাশি অপ্রয়োজনীয় খাতে বরাদ্দ রাখা হয়েছে।
যুগান্তর
কমিশন চাঁদাবাজিতে সবজি বাজারে আগুন
রাজধানীতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে সবজি। খুচরা বাজারে যেন ‘আগুন’ লেগেছে। হাত দেওয়ার উপায় নেই। মূলত চাঁদাবাজি ও কমিশন বাণিজ্যের কারণেই সবজির দাম টালমাটাল। কৃষক থেকে ভোক্তার কাছে সবজি আসতে দুই থেকে তিনগুণ দাম বেড়ে যায়। সমস্যা চিহ্নিত হলেও সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেই। উলটো বাজার অব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যের সঙ্গে চাঁদাবাজির ধরন পালটাচ্ছে। গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর এই চাঁদা তোলার ক্ষেত্র শুধু হাতবদল হয়েছে। সেই সঙ্গে পাইকারি আড়তে অবৈধ ‘কমিশন বাণিজ্য’ আগের মতোই চলছে পুরোদমে। সবমিলিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানী ঢাকায় আসতে ট্রাক ভাড়ার সঙ্গে চার স্থানে চাঁদা দিতে হচ্ছে। পাশাপাশি কৃষক পর্যায় থেকে ক্রেতা পর্যন্ত সবজি আসতে পাঁচ হাত বদল হচ্ছে। এতে প্রতি ধাপেই বাড়ছে দাম। এ পরিস্থিতিতে কৃষকের প্রতি কেজি ৪০-১৫ টাকার বেগুন ক্রেতাকে ১২০-১৩০ টাকায় কিনতে হচ্ছে। অন্যান্য সবজিরও একই অবস্থা। এতে একজন কৃষক তার প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছেন না। পাশাপাশি অতিরিক্ত দামে সবজি কিনে ঠকছেন ভোক্তারা। আর পকেট ভারী করছেন মধ্যস্বত্বভোগী। যুগান্তরের নিজস্ব অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।
আরও পড়ুন
সমকাল
‘নুরাল পাগলা’র দরবারে হামলায় গ্রেপ্তার আরও চারজন
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দরবারে হামলার ঘটনায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
বণিক বার্তা
পুলিশকে রাজনৈতিক দল থেকে দূরে থাকতে হবে
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশকে কোনো রাজনৈতিক দলের নেতাদের তোষামোদ বা বিশেষ সুবিধা না দিতে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘আপনারা কোনো দলের দিকে ঝুঁকবেন না। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করাটাই আপনাদের দায়িত্ব। আইন মেনে, জনগণের স্বার্থে কাজ করতে হবে।’ রাজারবাগ পুলিশ লাইনে গতকাল নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা এ আহ্বান জানান। নির্বাচনকালীন পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে পদায়ন করা হবে বলেও জানান তিনি।
দেশ রূপান্তর
ভোটে আটকানোর জোট আসছে
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আটঘাট বেঁধে নামছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনীতি ও ভোটের মাঠের বড় শক্তি জাতীয়তাবাদী দলকে (বিএনপি) মোকাবিলায় একটি বড় জোট গঠনের জন্য তৎপর রয়েছে দলটি। জামায়াতের শীর্ষ পর্যায়ের এক নেতা দেশ রূপান্তরকে বলেন, অন্তত ২০টি দলের সমন্বয়ে জোটটি গড়ার জন্য দলগুলোর সঙ্গে কথা হচ্ছে।
আজকের পত্রিকা
সংস্কার বাস্তবায়নে এল গতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় গুরুত্বপূর্ণ সংস্কারকাজ দ্রুত শেষ করতে চায় অন্তর্বর্তী সরকার। এ জন্য অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত ৩৬৭টি সংস্কার প্রস্তাবের মধ্যে দৈনন্দিন কাজের অংশ হিসেবে মন্ত্রণালয় ও বিভাগগুলো কোনগুলো বাস্তবায়ন করতে পারবে, সেই তালিকা জানাতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
দেশ রূপান্তর
নাম বদলে বাধা কর্মকর্তারাই
২০১৯ সালের ২৪ ডিসেম্বর ড্রিমলাইনার (এস-২এজেএক্স) উড়োজাহাজ কিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাংলাদেশে ওই বিমানটির নাম রাখা হয় ‘অচিন পাখি’। ওই উড়োজাহাজটির মতোই ১৬টি বোয়িং ও ড্যাশ বিমানের ওপরের অংশে খোদাই করে বিভিন্ন নাম রাখে আওয়ামী লীগ সরকার। ওই সময় সবকটি উড়োজাহাজ লিজে কেনা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দ অনুযায়ী নামগুলো রাখা হলেও বলাকা আপত্তি জানিয়েছিল, যদিও আপত্তিকে থোড়াই কেয়ার করেছে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়।
আজকের পত্রিকা
পুঁজিবাজার ছাড়ছেন বিদেশি-প্রবাসীরা
দেশের পুঁজিবাজার আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে, কিন্তু এই উত্থান তীব্র নয়। একদিকে মূল্যসূচক বাড়ছে, লেনদেনের গতিও কিছুটা চাঙা; তবু অন্যদিকে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা একের পর এক বাজার ছাড়ছেন। আগস্ট মাসেই তাঁদের নামভিত্তিক বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব কমেছে ৭৮১টি। এভাবে গত ২৩ মাসে বিদেশি বিও হিসাব কমেছে প্রায় ১২ হাজার।
বণিক বার্তা
তথ্যের বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারেনি বিবিএস
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যানুসারে গত আগস্টে মোটা চালের দাম ছিল ৫৫-৬০ টাকার মধ্যে। এ সময়ে সরু চালের দাম দাঁড়িয়েছে ৭৫-৮৫ টাকায়। সব ধরনের চালের দাম ঊর্ধ্বমুখী থাকলেও গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, আগস্টে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। শুধু মূল্যস্ফীতি নয়, বিবিএস কর্তৃক প্রকাশিত মোট দেশজ উৎপাদন (জিডিপি), মাথাপিছু আয়, দারিদ্র্যের হার, বৈদেশিক বাণিজ্য, শিল্প, শ্রমিক ও শিক্ষা পরিসংখ্যান-সংক্রান্ত তথ্য নিয়েও গবেষক ও সাধারণ মানুষের মধ্যে আস্থার ঘাটতি রয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে অতিরঞ্জিত পরিসংখ্যানের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হয়েছিল। অনেক অর্থনীতিবিদ ও বিশ্লষক বলছেন, অতীতের কাঠামো থেকে বেরিয়ে এসে এখন পর্যন্ত নিজেদের প্রকাশিত তথ্যের বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারেনি বিবিএস।
প্রথম আলো
এবার হাওরে বিশ্ববিদ্যালয়
চারদিকে থই থই পানি, মাঝে কয়েকটি বিদ্যুতের খুঁটি। এমন ১২৫ একর জমি ভরাট করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম চলছে সুনামগঞ্জে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে এ সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রকল্পটি পরিকল্পনা কমিশনে রয়েছে।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যে জায়গা ঠিক করা হয়েছে, তা ‘দেখার হাওর’ এলাকার মধ্যে। দেখার হাওর সুনামগঞ্জের দ্বিতীয় বৃহত্তম হাওর। বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জায়গাটি সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার সীমানায় অবস্থিত। সুনামগঞ্জ শহর থেকে তা ১৫ কিলোমিটার দূরে। বছরের মোটামুটি সাত মাস জায়গাটি পানির নিচে থাকে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সমকাল
দুর্বল ৫ ব্যাংক রাষ্ট্রীয় মালিকানায় যাচ্ছে
দুর্বল পাঁচ ইসলামী শরিয়াহ্ভিত্তিক ব্যাংক মিলে একটি রাষ্ট্র মালিকানার ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হবে। এ জন্য প্রাথমিকভাবে ব্যয় হবে ৩৫ হাজার ২০০ কোটি টাকা। এর মধ্যে মূলধন হিসেবে সরকার দেবে ২০ হাজার ২০০ কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানত বীমা তহবিল এবং এসব ব্যাংকে প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ারে রূপান্তরের মাধ্যমে। পাঁচ ব্যাংকের একীভূতকরণ কার্যক্রমটি আগামী এক থেকে দেড় মাসের মধ্যে শেষ করতে চায় সরকার। এ জন্য সময়ভিত্তিক কর্মকৌশল চূড়ান্ত করতে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।
যুগান্তর
মামলার ভয়ে দেশে ফিরল ১১০০ কোটি টাকা
মামলার ভয়ে শেষ পর্যন্ত ২১টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক পাচার করা টাকা দেশে ফেরত এনেছেন। অর্থের পরিমাণ প্রায় ১০ কোটি মার্কিন ডলার বা ১১শ কোটি টাকার বেশি। রপ্তানির আড়ালে এসব অর্থ পাচার করা হয়। সিআইডি তদন্ত শুরু করার পর চাপে পড়ে পাচারকারিরা মামলা থেকে বাঁচতে এ টাকা ফিরিয়ে আনে। ঘোষিত রপ্তানি মূল্য হিসাবে যা নির্ধারিত সময়ের মধ্যে দেশে আনার কথা। কিন্তু অনেকে কিছু অর্থ দেশে এনে বাকি টাকা বিদেশে রেখে দেয়। তবে এ তালিকায় থাকা রপ্তানিকারকদের মধ্যে এখনো দেশে ফেরত আসেনি ৭ লাখ ৩০ হাজার ডলার বা টাকার অঙ্কে ৮ কোটি ৯১ লাখ। গণ-অভ্যুত্থানের পর সিআইডি জোরালো অনুসন্ধান শুরু করলে বেশির ভাগ টাকা গত এক বছরে ফিরে আসে।
কালবেলা
প্রাথমিকের ১০ কোটি বই ছাপার দায়িত্ব যাচ্ছে ডিপিইর হাতে
বিনামূল্যের পাঠ্যবই ছাপানোয় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে টালমাটাল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এবার প্রতিষ্ঠানটির ক্ষমতা খর্ব করতে বোর্ডের আইন সংশোধন করা হচ্ছে। ফলে প্রাথমিক স্তরের ১০ কোটি বই ছাপার দায়িত্ব সরাসরি পাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এতে সরকারের ৩০ থেকে ৩৫ কোটি টাকা সাশ্রয়ের পাশাপাশি পাঠ্যবই ছাপানো ও বিতরণে গতিশীলতা আসবে; ভাঙবে এনসিটিবি কেন্দ্রীয় দুর্নীতি ও সিন্ডিকেট। নতুন আইন অনুমোদিত হলে এনসিটিবির কার্যপরিধি ছোট হবে—এমন আশঙ্কা করছেন শিক্ষা ক্যাডাররা।
কালের কণ্ঠ
সীমানা নিয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন এলাকাগুলোর মধ্যে ৪৬টি আসনের সীমানা পরিবর্তন করাতে সংশ্লিষ্ট বিভিন্ন এলাকায় অসন্তোষ ও বিক্ষোভ প্রকাশসহ সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বাগেরহাটের একটি আসন কমিয়ে দেওয়াতে সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটি তিন দিন হরতালসহ পাঁচ দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে।
কালবেলা
চারদিকে অশান্তির ঝড়!
দেশজুড়ে দেখা দিয়েছে অশান্তির ঝড়! বিক্ষোভ, অবরোধ, হামলা, বিশৃঙ্খলা, সড়ক অবরোধ, মব সন্ত্রাস বা গণসহিংসতা, চাঁদাবাজি, খুনসহ নানা ঘটনায় চারদিকে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলার পর লাশ উঠিয়ে নিয়ে পোড়ানোর ঘটনায় জনমনে মারাত্মক দাগ কেটেছে। এর আগে নুরাল পাগলা ও তার অনুসারীদের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হাটহাজারীতে মাদ্রাসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ, সড়ক অবরোধের একপর্যায়ে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও পরবর্তী সময়ে ১৪৪ ধারা জারিসহ অস্থিরতা বিরাজ করছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে এবং চলছে। ভোলায় এক মসজিদের খতিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের দোসররা।