রাজধানীর ডেমরায় কাভার্ডভ্যান ও অসিম পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সাব্বির আহমেদ (২৬) নামের এক কাভারভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপাড়া সিকদার পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর সোয়া ১টার দিকে সাব্বিরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

নিহত সাব্বির চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ভিকরা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ডেমরার আতিক মার্কেট এলাকায় থাকতেন।

সাব্বিরের ভাই রনি জানান, সকালে কাভারভ্যান চালানোর সময় অসিম পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে

এদিকে দুর্ঘটনায় জড়িত বাস ও চালককে আটক করেছে ডেমরা থানা-পুলিশ।

এসএএ/এআইএস