পাবলিক টয়লেটের পরিবেশ নারী-প্রতিবন্ধীবান্ধব সেবা নিশ্চিতের উদ্যোগ
রাজধানীর পাবলিক টয়লেটের পরিবেশ নারী ও প্রতিবন্ধীবান্ধব সেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, সংস্থাটির পাবলিক টয়লেট পরিচালনা নির্দেশনা, পরিমার্জন ও হালনাগাদকরণের জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে ডিএসসিসি সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম ১২ সদস্যের একটি কমিটি অনুমোদন দিয়েছেন।
তিনি জানান, কমিটির সদস্যরা নিজেদের মধ্যে সভা এবং আলোচনার মাধ্যমে করণীয় নির্ধারণ করবে। নারী ও প্রতিবন্ধীবান্ধব সেবা নিশ্চিত করার বিষয়টি নির্দেশিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পরিমার্জিত নির্দেশিকার খসড়া প্রস্তাবনা আগামী ২ মাসের মধ্যে কমিটির ফলো-আপ সভায় উপস্থাপন করবে। কমিটি প্রয়োজনে প্রয়োজনীয় সংখ্যক সদস্য কো-অন্ট করবে।
বিজ্ঞাপন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে প্রধান সম্পত্তি কর্মকর্তাকে।
কমিটির বাকি সদস্যরা হলেন— ডিএসসিসির প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (২ জন), প্রধান নগর পরিকল্পনাবিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ),সিস্টেম এনালিস্ট, পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি লিডের ফাইয়াজ উদ্দিন আহমদ, ওয়াটারএইড বাংলাদেশের ফাইয়াজ আহমেদ, ভূমিজের সিইও ফারহানা রশীদ, ওয়াসা প্রতিনিধি (১জন) এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মনোনীত প্রতিনিধি।
এএসএস/এআইএস