চট্টগ্রামে পিন্টু হত্যা মামলায় ৭ আসামি রিমান্ডে
চট্টগ্রামে আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু হত্যা মামলায় গ্রেপ্তার ৭ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালত রিমান্ডের আদেশ দেন।
বিজ্ঞাপন
তারা হলেন- মো. দেলোয়ার হোসেন প্রকাশ সেভেন দেলু, মো. আলম, মো. মহিউদ্দিন প্রকাশ গোলাপ, মো. হাসান প্রকাশ কিরিচ হাসান, মো. মোবারক হোসেন বাপ্পি, মো. শাহীন ও মো. কামরুল ইসলাম।
বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী জানান, আবদুল্লাহ আল মনির প্রকাশ পিন্টু হত্যা মামলায় গ্রেপ্তার ৭ জনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আদালতে আসামি ও মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে শুনানি শেষে ৭ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। তার মধ্যে মো. দেলোয়ার হোসেন প্রকাশ সেভেন দেলুর ৩ দিন, মো. আলম, মো. হাসান প্রকাশ কিরিচ হাসান ও মো. মহিউদ্দিন প্রকাশ গোলাপের ২ দিন এবং মো. মোবারক হোসেন বাপ্পি, মো. শাহীন ও মো.কামরুল ইসলামের ১ দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট হিলভিউ এলাকায় পূর্বশত্রুতার জেরে আবদুল্লাহ আল মনির পিন্টুকে চার থেকে পাঁচজনের সন্ত্রাসী গ্রুপ ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বায়েজিদ বোস্তামী থানায় ৮ জনের নামসহ অজ্ঞাত ৪ থেকে ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
আরএমএন/এমএন