ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (আইএফটি) নামের প্রতিষ্ঠানটি প্রথমে চরাঞ্চলে বানানোর পরিকল্পনা ছিল। কিন্তু সেখানে প্রয়োজনীয় শিক্ষক, গবেষক ও আধুনিক প্রযুক্তি নির্ভর অবকাঠামো মবিলাইজেশনে জটিলতা থাকায়, এখন এটি বুয়েটে স্থাপন করা হচ্ছে। বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ও পানি ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, যা আইএফটিকে সফলভাবে পরিচালনা করতে সাহায্য করবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (আইএফটি) প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বুয়েটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানিয়েছেন। 

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে এখনও একটি বড় ধরনের দূরত্ব রয়েছে। আন্তর্জাতিক মানের তুলনায় একাডেমি ও শিল্প—দুই ক্ষেত্রেই গবেষণার ঘাটতি আছে। এ পরিস্থিতিতে আইএফটি গড়ে উঠলে ‘স্কিল গ্যাপ’ পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, এ প্রকল্পে নতুন করে জমি অধিগ্রহণ বা স্থাপত্য নকশা প্রণয়নে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না। আগামী দুই বছরের মধ্যে ইনস্টিটিউটের ভৌত অবকাঠামো নির্মাণ সম্পন্ন হবে এবং পরবর্তী দুই বছরে একাডেমিক কার্যক্রমে উৎকর্ষ আনার লক্ষ্য নেওয়া হয়েছে। চার বছর পর অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বিদেশ ফেরত শিক্ষক ও ফেলোদের কোর্স নেওয়ার সুযোগ রাখা হবে। শিল্প খাতের চাহিদা অনুযায়ী স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী কারিকুলাম তৈরি করা হবে। যা প্রচলিত বিশ্ববিদ্যালয় কাঠামোর আওতায় সম্ভব নয়।

অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজিতে মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, মাইক্রো-ফ্যাব্রিকেশন, ব্লকচেইন, প্রযুক্তিগত নৈতিকতা, জৈব প্রযুক্তি, ন্যানোপ্রযুক্তি, নিউরো টেকনোলজি, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, হাইপার-অটোমেশন, বিহেভিয়ারাল ইন্টেলিজেন্স, এক্সপেরিয়েন্স ইঞ্জিনিয়ারিং, উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন, স্টার্টআপ ইকোসিস্টেম ও টেকসই উন্নয়ন–সংক্রান্ত পাঠদান করা হবে।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম, প্রকল্প পরিচালক ড. মো. মনসুর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচটি/এমএন