চট্টগ্রামে দুই শিবির নেতার ওপর হামলার অভিযোগে বিক্ষোভ
চট্টগ্রামের আনোয়ারায় ছাত্রশিবিরের দুই নেতার ওপর হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।
বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার সময় উপজেলা সদর এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
উপজেলায় সদর এলাকার জয়কালী হাট থেকে মিছিলটি শুরু হয়ে আনোয়ারা থানার সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিবির নেতাদের অভিযোগ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন ও আনোয়ারা কলেজ ছাত্রশিবিরের সভাপতি মিশকাতুল ইসলামের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবির জেলা পশ্চিমের সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন বলেন, ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেছে ছাত্রদল। এদেশের ছাত্রজনতা পুরাতন রাজনীতি পেশিশক্তির রাজনীতি পরিহার করেছে ৫ আগস্ট। কিন্তু ছাত্রদল সন্ত্রাসী সংগঠনে পরিণত হচ্ছে। তাদের শিক্ষা নিতে হবে। না হয় তাদের অবস্থাও ছাত্রলীগের মত হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক আব্দুল হামিদ, জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কাদের, জেলা স্কুল অ্যান্ড কলেজ সম্পাদক আমির উদ্দিন, আনোয়ারা উপজেলা সেক্রেটারি সাকিব হাসনাত, সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন।
এমআর/এমএসএ