খিলগাঁওয়ে এসির কাজ করতে গিয়ে ৬ তলা থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু
রাজধানীর খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকায় একটি বাসায় এসির কাজ করার সময় ৬ তলা থেকে নিচে পড়ে রিফাত (২১) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
আজ (বৃহস্পতিবার) বিকেল পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পড়ে যাওয়ার পর রিফাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী আলামিন বলেন, খিলগাঁওয়ের জোড়পুকুর ১৪৭/২/ সি বাসার বাইরে ৬ তলায় আউটডোরের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন রিফাত। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
রিফাতের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার কাজিতলা গ্রামে বলেও জানান আলামিন। বর্তমানে মুগদার মান্ডা এলাকায় থাকতেন তিনি।
এসএএ/এনএফ