কদমতলীতে দেয়ালচাপা পড়ে প্রাণ গেল শিক্ষকের
রাজধানীর কদমতলীতে জুরাইন মুরাদনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে দেয়ালচাপা পড়ে মোস্তাফিজুর রহমান (৩০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি ওই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাকে নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
নিহত মোস্তাফিজুর রহমানের বাড়ি ভোলা জেলার গলাচিপা থানা এলাকায়। বর্তমানে তিনি কদমতলী থানা এলাকায় থাকতেন।
নিহতের ভাতিজা শরীয়তউল্লাহ জানান, আমার চাচা মুরাদনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বিকেলে ওই উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে বের হলে পাশের একটি দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তিনি দেয়ালচাপা পড়ে মারা গেছেন, সেই বিষয়টি বলতে চাননি ভাতিজা শরীয়তউল্লাহ।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কদমতলী এলাকা থেকে আহত অবস্থায় এক শিক্ষককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এমজে