কামরাঙ্গীরচরের দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত রিকশাচালকের মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচর জাওলাহাটি খোলামোড়া এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত আকরাম হোসেন (২৭) মারা গেছেন। তিনি পেশায় একজন ব্যাটারি চালিত রিকশাচালক ছিলেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি।
বিজ্ঞাপন
শামীম মিয়া নামের এক পথচারী বলেন, গত আজ ভোর রাতের দিকে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল রিকশাচালক আকরাম হোসেন। পাশেই তার রিকশাটি পড়ে ছিল। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তার গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় কথা বলতে পারছিলেন না। তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে সে ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন শামীম।
মৃত আকরাম হোসেনের ভাবি রানী বেগম জানান, তাদের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ থানার কলকিপাড়া গ্রামে। বর্তমানে কামরাঙ্গিরচর জাউলাহাটি এলাকায় স্ত্রী শাহনাজ বেগম ও এক ছেলেকে নিয়ে থাকতেন ব্যাটারিচালিত রিকশাচালক আকরাম হোসেন।
বিজ্ঞাপন
“সকালে আমরা খবর পাই আকরাম ঢাকা মেডিকেলে আছে। পরে আমরা হাসপাতালে এসে তাকে আহত অবস্থায় পাই। বিকেলে তার অপারেশন করেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে সে মারা যায়।”
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিরুল ইসলাম বলেন, “রাতে জাওলাহাটি খোলামোড়া এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই আমাদের টহল টিম ঘটনাস্থলে যায়। দুজন ছেলেকে দৌড়ে চলে যেতে দেখা যায়। ঘটনাটি ছিনতাইয়ের নাকি অন্য কোন ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।”
এসএএ//