কদমতলীতে বস্তাবন্দী নারীর মরদেহ উদ্ধার
রাজধানীর কদমতলীতে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে কদমতলী থানার মুরাদপুর লাল মিয়া সড়কের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
বিজ্ঞাপন
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কামরুন নাহার জানান, সকালে ৯৯৯-এ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও পরিচয় পাওয়া যায়নি।
তিনি বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে সেটি দেখে ঘটনার সঙ্গে কারা জড়িত তা শনাক্তের চেষ্টা করছি। প্রযুক্তির সহায়তায় নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
এসএএ/এআইএস