চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে থানার হামজারবাগ আজিজুল্লাহ সড়কের হযরত কামাল শাহ (র.) মাজার গেটের সামনে মিছিলটি বের করা হয়।
বিজ্ঞাপন
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ জানায়, ছাত্রলীগের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ইভানের নেতৃত্বে সংগঠনটির কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যেই তারা সমবেত হয়েছিল। ঘটনাস্থল থেকে একটি সাদা মাইক্রোবাসসহ চালক আবু মুসা ও তার সহকারী সাকিব আলমকে আটক করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, মিছিলকারীদের চকরিয়া থেকে চট্টগ্রামে আনা হয়েছিল। মিছিল শেষে ছবি তুলে ফেরত যাওয়ার পরিকল্পনা ছিল। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এমআর/এমএসএ