টাকা দিলেই মিলছে ব্যক্তির গুরুত্বপূর্ণ গোপন তথ্য
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭০% শিক্ষার্থীর হলে থাকার সুযোগ নেই
গত দুই যুগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৪টি নতুন বিভাগ খোলা হয়েছে। শিক্ষার্থী বেড়েছে ১৪ হাজারের বেশি। এই সময়ে আবাসিক হল হয়েছে ৫টি। যেখানে থাকার ব্যবস্থা বেড়েছে (আবাসন) ২ হাজার ৬৩২ জনের। ফলে ৭০ শতাংশ শিক্ষার্থী হলে থাকার সুযোগ পান না। বাধ্য হয়ে তাঁদের থাকতে হয় ক্যাম্পাসের আশপাশে অথবা ২২ কিলোমিটার দূরের চট্টগ্রাম শহরে।
বিজ্ঞাপন
যুগান্তর
ডুবছে ব্যাংক, থামছে না বোনাস বিলাসিতা
ঋণের নামে টাকা নিয়ে বিদেশে পাচার, খেলাপি ঋণের ভারে তলানিতে থাকা রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলো মূলধন সংকটে থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের উৎসব বোনাস বিলাসিতা থামছে না। ক্ষেত্র বিশেষ বেতনের সর্বনিম্ন আড়াইগুণ থেকে সর্বোচ্চ ছয়গুণ পর্যন্ত বোনাস নিচ্ছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা। তাদের এ বিলাসী উৎসব বোনাস নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলছেন, যেখানে সাধারণ আমানতকারীরা তাদের জমানো টাকা চেয়েও ফেরত পাচ্ছেন না, সে অবস্থায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উৎসব বোনাস নেওয়ার বিষয়টি কতটা ন্যায়সঙ্গত তা নিয়ে ভাবতে হবে।
সমকাল
টাকা দিলেই মিলছে ব্যক্তির গুরুত্বপূর্ণ গোপন তথ্য
টাকা দিলেই মিলছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ব্যাংক ব্যালান্সের মতো ব্যক্তির গোপনীয় তথ্য। ফেসবুকের মতো সামাজিক মাধ্যম, নিজস্ব ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে এই কার্যক্রম চলছে। নির্দিষ্ট পরিমাণ অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করলে মিলছে যে কোনো ব্যক্তির গোপন তথ্য। এ জন্য শুধু মোবাইল ফোন নম্বর ও এনআইডি নম্বর দিলেই চলবে।
দেশ রূপান্তর
জাহাজে ছোট চুরিতে বড় ঝুঁকি
রিক্যাপের ভাষায় চুরি আর চট্টগ্রাম বন্দরের ভাষায় ছিঁচকে চুরি। জেলেদের ছোট ছোট নৌকা দিয়ে বাণিজ্যিক জাহাজের রশি কিংবা অন্যান্য জিনিসপত্র নিয়ে যাওয়ার তুচ্ছ ঘটনায় সুনামহানি হচ্ছে চট্টগ্রাম বন্দরের। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের জলসীমায় এমন তিনটি ঘটনায় শিপিং খাতে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে এবং প্রতিটি বাণিজ্যিক জাহাজে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মনোনীত ওয়াচম্যান নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। চুরির ঘটনা শূন্যে নামিয়ে আনতে চায় বন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন
বণিক বার্তা
আমদানি কমছে প্রধান ভোগ্যপণ্যের
দেশের ভোগ্যপণ্যের বাজারে আমদানি ও এলসি (ঋণপত্র) খোলার হার হঠাৎই কমে গেছে। বড় শিল্পগোষ্ঠীগুলো সতর্কতামূলক অবস্থান নেয়ায় সয়াবিন ও পাম অয়েলসহ নিত্যপণ্যের আমদানিতে এ ভাটা তৈরি হয়েছে। বিশ্ববাজারে নিত্যদিনই ভোজ্যতেলের দাম ওঠানামা করছে। কিন্তু সরকারের সঙ্গে ব্যবসায়ীদের নিয়মিত যোগাযোগের মাধ্যমে দেশের বাজারে দাম সমন্বয় করতে পদক্ষেপ নেয়া হচ্ছে না। ফলে ঝুঁকি বিবেচনায় ভোজ্যতেলের চাহিদা অনুযায়ী ঋণপত্র (এলসি) খোলায় সক্রিয় হচ্ছেন না উদ্যোক্তারা।
আজকের পত্রিকা
বই লেখেন পুলিশের বড় কর্তা, কেনেন কেবল অধস্তনেরাই
পুলিশ বাহিনীতে চাকরির সুবাদে অর্জিত অভিজ্ঞতা থেকে তদন্ত, আইনকানুন, নিয়মনীতি ও প্রশিক্ষণ নিয়ে বই লেখেন পদস্থ কর্মকর্তারা। এসব বই শত শত কপি বিক্রিও হয়। কিন্তু ক্রেতাদের প্রায় পুরোটাই অধস্তন পুলিশ সদস্য। অভিযোগ রয়েছে, কেউ কেউ ঊর্ধ্বতনকে খুশি রাখার জন্য, আবার কেউ কেউ চাপে পড়ে বই কিনতে বাধ্য হন। অনেক ক্ষেত্রে বইয়ের প্রকাশনা সংস্থার লোকজন থানায় গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের লেখা বই গছিয়ে দেন।
বণিক বার্তা
রাষ্ট্রীয় অর্থ তছরুপের বিষয়ে গত এক বছরেও শুরু হয়নি কোনো ফরেনসিক অডিট
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাষ্ট্রীয় ব্যয়ের আড়ালে বিপুল অর্থ লুণ্ঠনের অভিযোগ রয়েছে। এমনকি দেশী-বিদেশী উৎস থেকে ঋণ নিয়ে উন্নয়ন ব্যয়ের নামে বড় অংকের অর্থ খরচ করা হয়েছে। ফলে রাষ্ট্রের দেনার পরিমাণ দিন দিন বেড়েছে। রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থার কেনাকাটার ক্ষেত্রেও বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। পাশাপাশি সরকারি ব্যাংকগুলোয় ঘটেছে অর্থ তছরুপের ঘটনা। গত বছরের আগস্টে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর অনেকে প্রত্যাশা করেছিলেন অতীতে রাষ্ট্রীয় ব্যয়ের নামে অর্থ তছরুপের যেসব ঘটনা ঘটেছে সে বিষয়ে ফরেনসিক অডিট হবে। এর মাধ্যমে তছরুপকৃত অর্থের পরিমাণ নির্ধারণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবে সরকার। যদিও গত ১৩ মাসে অন্তর্বর্তী সরকারের দিক থেকে এ ধরনের কোনো উদ্যোগ লক্ষ করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার গতানুগতিক পদ্ধতিতেই কার্যক্রম চালিয়ে গেছে, যার কারণে এ ধরনের কোনো উদ্যোগ দেখা যায়নি। অন্যদিকে সরকারের দাবি, সক্ষমতা অনুসারে যতটুকু সম্ভব সেটি করার চেষ্টা হয়েছে।
আজকের পত্রিকা
মোংলা বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
সক্ষমতা বৃদ্ধির ফলে দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্রবন্দর মোংলায় কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) বন্দরে হ্যান্ডলিং করা হয়েছে ৬ হাজার ৭৬৯ টিইইউস কনটেইনার, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। বন্দরের আধুনিক সুযোগ-সুবিধা এবং ব্যবসাবান্ধব পরিবেশ ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।
বণিক বার্তা
যাত্রীপ্রতি ট্রেনের ভাড়া বাড়বে ২২৬ টাকা পর্যন্ত
নতুন নির্মিত সেতুগুলোতে ‘এক্সট্রা ডিস্ট্যান্স অব পন্টেজ চার্জ’ আরোপ করে বিনিয়োগের অর্থ ফেরত নেয়া শুরু করেছে রেলওয়ে। কিন্তু এবার দীর্ঘদিনের পুরনো সেতু, কালভার্টেও পন্টেজ চার্জ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এ সিদ্ধান্তের আলোকে পূর্বাঞ্চল রেলে নতুন করে ২০টি সেতুতে পন্টেজ চার্জ (রক্ষণাবেক্ষণ মাসুল) আরোপ করলে বিভিন্ন গন্তব্যে যাত্রীপ্রতি সর্বোচ্চ ভাড়া বাড়বে ২২৬ টাকা।
দেশ রূপান্তর
‘এজিবি বাহিনী’ নিয়ে ফুঁসছে বেবিচক
দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তার ‘ঘাপলা’র অভিযোগ অনেক দিনের। নিরাপত্তা পর্যাপ্ত নয় বলে চোরাচালানসহ নানা অপকর্ম ঘটে হামেশাই। কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় বটে, তবে অপরাধীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। এভিয়েশন সিকিউরিটি ফোর্স, পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন একাধিক টিমে ভাগ হয়ে বিমানবন্দরে নিরাপত্তা দিচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষেরও আলাদা নিরাপত্তা বাহিনী রয়েছে। পুলিশের বিশেষ ইউনিট এয়ারপোর্ট আর্মড ব্যাটালিয়নকে সংযুক্ত করা হয়েছে, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দেওয়া হয়েছে তাদের। বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বেবিচকের নিরাপত্তা গ্রুপকে।
বণিক বার্তা
শুষ্ক মৌসুমে ৫ হাজার কিমি খালে পানি ফেরাতে ৫০ হাজার কোটি টাকার মহাপকিল্পনা
অপরিকল্পিত অবকাঠামো, নদ-নদীর পানিপ্রবাহে বাধা এবং খাল শুকিয়ে যাওয়ার কারণে মারাত্মক বিপর্যয় নেমে এসেছে হাওরের কৃষি ও জীববৈচিত্র্যে। বিপর্যয় ঠেকাতে ২৫ বছর মেয়াদে নতুন করে মহাপরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য খরচ হবে প্রায় ৫০ হাজার কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, হাওর পরিকল্পনায় স্থানীয়দের মতামতের পাশাপাশি প্রাকৃতিক সমাধানকে গুরুত্ব দেয়া প্রয়োজন। মহাপরিকল্পনায় তিন ধরনের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি এ পরিকল্পনার অধীনে মোট প্রকল্প থাকবে ৯৮টি। সব মিলিয়ে ২৫ বছরে মোট ব্যয়ের পরিকল্পনা ৪৯ হাজার ৬৪৯ কোটি টাকা।
প্রথম আলো
কেউ ‘ইতিহাসের অংশ’ হয়েছেন, আবার কেউ ‘সাহস’ দেখিয়েছেন
ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা রাকিবুল হাসান ভোট পেয়েছেন ১টি। সেই ভোট কে দিয়েছেন, তাঁকে খুঁজে বেড়াচ্ছেন তিনি। কারণ, রাকিবুল নিজের ভোটটি অন্য এক প্রার্থীকে দিয়েছেন।
ফলাফলের তালিকায় দেখা গেছে, রাকিবুলের একমাত্র ভোটটি এসেছে ছাত্রীদের রোকেয়া হল থেকে। সেই ভোটারকে খুঁজতে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে উল্লেখ করেছেন, খুঁজে পেলে সেই নারী ভোটারকে বিয়ে করতে চান, যদিও তাঁর খোঁজ এখনো তিনি পাননি।
সমকাল
সিঙ্গাপুরে কোম্পানি খুলে ১৯৪ কোটি টাকা পাচার
বাংলাদেশ থেকে পাচার করা অর্থে তিনি সিঙ্গাপুরে কোম্পানি খুলেছেন। সেই কোম্পানি থেকে আমদানি দেখিয়ে পাচার করা হয় ১৯৪ কোটি টাকা। এই ব্যক্তির নাম রাইয়ান কবির। তিনি সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের ছেলে। দেশবন্ধু গ্রুপ ও জারা জামান টেকনোলজির নামে এলসি খুলে এ অর্থ বিদেশে নেওয়া হয়। অর্থ পাচারের পাশাপাশি আলমগীর কবিরের বেয়াইয়ের প্রতিষ্ঠানের ঋণ স্থিতির তুলনায় ১৩ কোটি টাকা বেশি সুদ মওকুফ দিয়ে আত্মসাৎ, ১০ টাকার শেয়ার ২৫ টাকায় কেনাসহ নানা জালিয়াতির তথ্যও পাওয়া গেছে।
কালবেলা
দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা
১৯৯৬ সালে বিএনপি সরকারের শেষ সময়ে আওয়ামী লীগের সমর্থনে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জনতার মঞ্চ’ ব্যানারে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। সচিবালয়সহ সারা দেশে কর্মরত আওয়ামীপন্থি কয়েকশ সরকারি আমলা আন্দোলনে সমর্থন জোগায়। আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে ক্ষমতা ছেড়ে দেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ‘জনতার মঞ্চের’ সেই ফর্মুলা ফের কাজে লাগিয়ে এবার মাঠে ফিরতে চায় আওয়ামী লীগ। এজন্য দলটির প্রেসক্রিপশনে নতুন করে ‘মঞ্চ ৭১’ নামে একটি প্ল্যাটফর্ম গঠিত হয়েছে বলে দাবি একাধিক গোয়েন্দা সংস্থার। গোয়েন্দা সংশ্লিষ্টরা বলছেন, এ প্ল্যাটফর্মে দেড় শতাধিক সাবেক ও বর্তমান আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত হয়েছেন। সংগঠনটি গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোলটেবিল আলোচনার আয়োজন করলে তা ভন্ডুল করে আলোচকদের কয়েকজনকে কিছু লোক মব সৃষ্টি করে পুলিশে দেন।
যুগান্তর
সাগরের পেটে লোকালয় হুমকির মুখে কুয়াকাটা
প্রতিবছর একটু একটু করে লোকালয়ে ঢুকছে সমুদ্র। এরই মধ্যে বিলীন হয়ে গেছে পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকতের পশ্চিম প্রান্তের বিস্তীর্ণ এলাকা। জিরো পয়েন্ট থেকে পূর্ব প্রান্তেও জনপদের দিকে এগোচ্ছে সাগর। গত ৩৬ বছরে এভাবে সাগরের পেটে গেছে পর্যটনকেন্দ্রের বহু স্থাপনা। যার আয়তন কম করে হলেও ৩ বর্গকিলোমিটার। সময়ের সঙ্গে সঙ্গে আরও বিধ্বংসী হচ্ছে ভাঙনের এই ভয়াবহতা। এ বছরও উত্তাল ঢেউয়ের ঝাপটায় বিলীন হয়েছে সৈকত ঘেঁষে থাকা ১ হাজার ৩শ মিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক। দোকান, স্থাপনাসহ আরও অনেক কিছু গিলে খেয়েছে সাগর। দুই যুগের বেশি সময় ধরে ভাঙনের এই তাণ্ডব চললেও তা ঠেকাতে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বরঞ্চ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে নেওয়া সৈকত রক্ষা প্রকল্প পরপর ৩ বার ফেরত পাঠিয়েছে পরিকল্পনা কমিশন। সৈকত রক্ষায় সম্প্রতি সর্বশেষ আরও একটি প্রকল্প জমা হয়েছে ঢাকায়। তবে এই প্রকল্পের ভাগ্য নিয়েও সন্দিহান কুয়াকাটার মানুষ।
কালের কণ্ঠ
হোটেল-রেস্তোরাঁ বছরে ভ্যাট ফাঁকি দেয় ১৮ হাজার কোটি
অলিগলিতে হোটেল। রাস্তার মোড়ে মোড়ে রেস্তোরাঁ। ভবনের ছাদের ওপরও বাহারি রুফটপ রেস্টুরেন্ট। দূরপাল্লার রুটের বিরতির জায়গায় মোটেল।
রাতের ঢাকায় জ্বলজ্বল করে হোটেল-রেস্তোরাঁর নামফলক। ভেতরে চা-কফি থেকে শুরু করে দেশি-বিদেশি খাবারের মেন্যু। চাহিদা বাড়ায় দামও বাড়ছে হরদম। তবু ছুটির দিন পরিবারসহ এসে জায়গা পাওয়াও কঠিন।
যুগান্তর
সক্রিয় ৬৫১ কারবারি বিক্রি ২৪৭ হটস্পটে
মো. জাহাঙ্গীর। বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। থাকেন রাজধানীর শাহ আলী থানার ঝিলপাড়ে। এক দশক ধরে শাহ আলীর মাজার ও ঝিলপাড় বস্তি এলাকায় মাদকের কারবার করছেন তিনি। তার বিরুদ্ধে শাহ আলী ও রূপনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা রয়েছে। ২০১৭ সালে প্রথম গ্রেফতার হন জাহাঙ্গীর। পরে বহুবার গ্রেফতার হলেও জামিনে বের হয়ে ফের জড়িয়েছেন মাদক কারবারে।
কালের কণ্ঠ
নগরে ১৪২ কিলোমিটার সড়ক ক্ষতবিক্ষত
সাম্প্রতিক বর্ষণে চট্টগ্রাম মহানগরের কমপক্ষে ১৪২ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক সংস্কারসহ আনুষঙ্গিক অন্যান্য কাজে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ (চসিক) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে ৫০০ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি পাঠিয়েছে। তবে এক মাসের বেশি সময়েও সেই বরাদ্দ মেলেনি।
চসিক সূত্র জানায়, সাম্প্রতিক বর্ষণে চট্টগ্রাম মহানগরের কমপক্ষে ৩৫০টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।