ডিবি পরিচয়ে ডাকাতি : ট্রাক-প্রাইভেটকার-মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় দুর্ধর্ষ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এসময় একটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও ২৯৭ প্যাকেট আর্ট পেপার উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মনোয়ার হোসেন সকাল ওরফে বাবু (৩৪), মো. টিটু মিয়া (৩২) ও মো. মিঠু মিয়া (৪৮)।
বিজ্ঞাপন
রোববার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তালেবুর রহমান বলেন, মো. সেলিম মোল্লা বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৯ আগস্ট রাত ১টা ৫০ মিনিটের দিকে কোনাপাড়া এলাকা থেকে আর্ট পেপারবাহী ট্রাক মাতুয়াইল পশ্চিমপাড়ায় পৌঁছালে ডাকাতরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালান দেখতে চায়। পরে ট্রাক চালককে ইলেকট্রিক শক মেশিন দিয়ে ভয়ভীতি দেখিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায় তারা।
বিজ্ঞাপন
তদন্তে সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় মিরপুর থেকে মনোয়ার হোসেন সকালকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে দুপুর ২টা ৫ মিনিটে চাঁদপুরের হাইমচর থেকে টিটু মিয়া ও রাত ৯টা ৩০ মিনিটে বাবুবাজার থেকে মিঠু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক, প্রাইভেটকার, মোটরসাইকেল এবং ২৯৭ প্যাকেট আর্ট পেপার উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা পেশাদার দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ী ও পণ্যবাহী ট্রাককে অনুসরণ করে রাজধানীর সুবিধাজনক স্থানে ডিবি পরিচয়ে লুটতরাজ করত।গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।
এমএসি/জেডএস