মেয়েকে কলেজে দিয়ে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. মজিবুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনের সড়কে রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

সকাল সাড়ে দশটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত মজিবুর উত্তরা দক্ষিণখানের আজমপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবু সাঈদ।

নিহতের শ্যালক সুমন জানান, আজ সকালে মেয়েকে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় কুর্মিটোলা হাসপাতালের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত তিনি। খবর পেয়ে প্রথমে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভগ্নিপতি আর বেঁচে নেই। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/জেডএস