রাজাকার-আলবদরদের আ. লীগে অন্তর্ভুক্ত না করার দাবি
বাংলাদেশে সচেতন মুক্তিযোদ্ধা ও প্রজন্ম পরিষদের সংবাদ সম্মেলন
স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদর, আল-শামস পরিবারের সদস্যকে আওয়ামী লীগের কোনো কমিটিতে অন্তর্ভুক্ত না করা এবং জনপ্রতিনিধিত্বের মনোনয়ন না দেওয়াসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশে সচেতন মুক্তিযোদ্ধা ও প্রজন্ম পরিষদ।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবিগুলো জানানো হয়।
বিজ্ঞাপন
সংগঠনটির দাবিগুলো হচ্ছে- স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আলশামস পরিবারের কোনো সদস্যকে বঙ্গবন্ধুর সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না দেওয়া; আওয়ামী লীগের কোনো কমিটিতে বাংলাদেশের কোথায় স্বাধীনতা বিরোধী রাজাকার, আল-বদর, আল-শামস, পরিবারের কোনো সদস্যকে দলীয় পদবী না দেওয়া ও বর্তমানে যারা পদবী নিয়ে আছেন অতিবিলম্বে তাদের বহিষ্কার করা; বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা প্রদান করা; মুক্তিযোদ্ধাদের হয়রানি না হওয়ার ব্যবস্থা করা; মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মাণের জন্য ১৫ লাখ টাকা সুদ বিহীন ঋণ দেওয়া; প্রত্যেক জেলাগুলোতে বীর মুক্তিযোদ্ধাদের গণকবর সংস্কার ও সংরক্ষিত রাখা এবং মুক্তিযোদ্ধা প্রজন্মদের বন্ধ হওয়া ৩০ শতাংশ কোঠা চালু করা।
পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন বলেন, স্বাধীনতাবিরোধী এই রাজাকার, আলবদর, আল-শামস পরিবারের কোনো সদস্যকে দলীয় মনোনয়ন দিলে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হবে। দলের পরিশ্রম বিফলে যাবে। বঙ্গবন্ধুর সকল অর্জন নষ্ট হবে। আর যদি তাদের কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হয় তাহলে এর প্রতিবাদে আমরা সচেতন বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ রাজপথে নামতে বাধ্য হব।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এইচএন/এমএইচএস