ডিআইজি প্রিজন বজলুর রশিদের পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৪ ফেব্রুয়ারি
প্রতীকী ছবি
কারা অধিদফতর হেডকোয়ার্টারের ডিআইজি প্রিজন বজলুর রশিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু সাক্ষী অসুস্থ হওয়ায় আদালতে হাজির করতে পারেননি। তাই বিচারক পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
বিজ্ঞাপন
গত ২২ অক্টোবর ডিআইজি প্রিজন বজলুর রশিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত।
গত ১ সেপ্টেম্বর ঢাকার সিনিয়র বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করেন। একইসঙ্গে মামলাটি বিচারের জন্য বিশেষ জজ-৫ আদালতে বদলির আদেশ দেন।
বিজ্ঞাপন
গত ২৬ আগস্ট আদালতে মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন।
গত ২০১৯ সালের ২০ অক্টোবর সেগুনবাগিচা এলাকা থেকে বজলুর রহমানকে গ্রেপ্তার করে দুদক।
অভিযোগ থেকে জানা যায়, আসামি বজলুর রহমানের বিরুদ্ধে ৩ কোটি আট লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এ ২৭(১) ধারায় দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
টিএইচ/জেডএস