৫০ দোকান উচ্ছেদ করে দখলমুক্ত করা হলো পে-পার্কিং এলাকা
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাদামতলীতে পে-পার্কিংয়ের জায়গা দখল করে গড়ে ওঠা ৫০টিরও বেশি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
চসিক কর্মকর্তারা জানান, আগ্রাবাদ বাদামতলী এলাকার গুলজার কনভেনশন গলি ও দাল্লা মেডিকেল গলির পে-পার্কিংয়ের নির্ধারিত স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান বসানো হয়েছিল। এতে যানবাহনের জন্য বরাদ্দ পার্কিং জায়গা ব্যবহারের সুযোগ পাচ্ছিলেন না সাধারণ মানুষ।
বিজ্ঞাপন
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, নগরের শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। উচ্ছেদ অভিযানের পর দখলমুক্ত জায়গা পে-পার্কিংয়ের বরাদ্দগ্রহীতার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এমআর/এমজে