রাজধানীর আদাবরের বালুর মাঠ এলাকায় বাসায় ঢুকে রিপন ওরফে নিপু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং কব্জি কাটা গ্রুপের সদস্যদের বিরুদ্ধে। 

মঙ্গলবার ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় নিপুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে মৃত্যু হয় তার। 

ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একে এম মেহেদী হাসান জানিয়েছেন, মঙ্গলবার ভোরের দিকে আদাবর ১৭ নম্বর বালুর মাঠ এলাকায় রাজু গ্রুপের সদস্য রিপনকে কুপিয়ে আহত করেছে বেলচা মনির গ্রুপের সদস্যরা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি আরও জানান, বর্তমানে মরদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নিহত নিপুর বিরুদ্ধে ভোলার তজুমদ্দিন ও বোরহানউদ্দিন থানায় দুইটি মামলা রয়েছে। ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিপন অপর একটি কিশোর গ্যাং গ্রুপ রাজু ওরফে ভাইগ্না রাজু গ্রুপের প্রধান রাজুর ভাই। কিছুদিন পূর্বে এই রাজুকেও আদাবর ১০ এর আয়েশা গ্রুপের সদস্যরা কুপিয়ে গুরুতর জখম করে। 

স্থানীয়দের অভিযোগ, মোহাম্মদপুরের কিশোর গ্যাং কব্জি কাটা গ্রুপের প্রধান আনোয়ারের অন্যতম সহযোগী বেলচা মনির। চাপাতি দিয়ে কোপানোয় বিশেষ দক্ষতা থাকায় বেলচা মনির নাম হয় তার। আনোয়ার গ্রেপ্তার হয়ে জেলে যাওয়ায় বালুর মাঠ এলাকায় মাদকের স্পট নিয়ন্ত্রণসহ চাঁদাবাজির নেতৃত্ব দিতো মনির। যার একটা অংশ আনোয়ারকে দিতো মনির ও তার গ্যাংয়ের সদস্যরা।

‘বেলচা মনির’ ও তার গ‍্যাং সদস্যরা

ঘটনার বিষয়ে জানতে চাইলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, আমার এলাকায় এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। আর আদাবর ১০ নম্বর এলাকায় কোনো বস্তি নেই।

এসএএ/এনএফ