পাঁচ বছরে ৪০ হাজার কোটার বিপরীতে কর্মী গেছেন ১৫ হাজার
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
‘কেনতো পারমু না, হেইতে ইলশার সুরতটা দেইখ্যা যাই’
দিনমজুর আবুল কালাম অপেক্ষা করছিলেন মৌসুমের শেষ দিকে বাজারে সরবরাহ বাড়লে দাম কমবে, তখন অন্তত একটি ইলিশ কিনবেন। বড় আকারের না হলেও ছোট-মাঝারি সাইজের দু–একটি ইলিশ কিনে স্ত্রী-সন্তানদের মুখে তুলে দেবেন। কিন্তু সেই আশা পূরণ হয়নি তাঁর, হবে বলেও আর মনে করেন না।
বিজ্ঞাপন
বণিক বার্তা
পাঁচ বছরে ৪০ হাজার কোটার বিপরীতে কর্মী গেছেন ১৫ হাজার
বিদেশে বাংলাদেশের শ্রমবাজার ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে। অবৈধ অভিবাসন, মানব পাচার, আইন লঙ্ঘন ও দক্ষ শ্রমিকের অভাবে কমছে বৈদেশিক কর্মসংস্থান। বিভিন্ন বিধিনিষেধ, ভিসা বন্ধসহ নানা করণে গত কয়েক বছরে বন্ধ হয়েছে বড় শ্রমবাজার। যে কয়েকটি দেশ জনশক্তি আমদানি চালু রেখেছে সেসব দেশেও কর্মী পাঠানোর সম্ভাবনা সেভাবে কাজে লাগানো যাচ্ছে না। এতে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন দেশের শ্রমিকরা। বাংলাদেশের জন্য অন্যতম একটি সম্ভাবনাময় দেশ পূর্ব এশিয়ার দক্ষিণ কোরিয়া। তবে এ দেশটিতেও চাহিদামতো জনশক্তি রফতানি করা যাচ্ছে না। দেশটি প্রতি বছর কোটা নির্ধারণ করলেও তা পূরণ করতে পারছে না বাংলাদেশ।
কালের কণ্ঠ
খুলছে না জুলাই সনদের জট
আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ১১ সেপ্টেম্বর বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই।’ প্রধান উপদেষ্টার প্রেস সচিব গত ৭ সেপ্টেম্বর বলেন, ‘নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির (২০২৬ সালের) প্রথমার্ধেই হবে। পৃথিবীর কোনো শক্তি নেই যে এই নির্বাচন ঠেকাতে পারে।
যুগান্তর
চড়া সুদে ধার নিয়ে ঋণ শোধ
সরকার চড়া সুদে ঋণ নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলের পুরোনো ঋণ পরিশোধ করছে। পুরোনো ঋণের পরিমাণ ১২ লাখ ৪৪ হাজার কোটি টাকা। এই সরকার ঋণ নিয়েছে ১ লাখ ১৭ হাজার কোটি টাকা। এর বড় অংশ ব্যয় হয়েছে পুরোনো ঋণ পরিশোধে। এটা করতে গিয়ে একদিকে সরকারের ব্যয় বাড়ছে, অন্যদিকে রাজস্ব আয় কম হওয়ায় রাষ্ট্রীয় কোষাগারে টান পড়ছে। সরকারের ধার বৃদ্ধির জন্য তিন কারণ শনাক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে-রাজস্ব আদায় কম ও ব্যয় বৃদ্ধি, গত সরকারের নেওয়া বেপরোয়া বকেয়া ঋণ পরিশোধের মাত্রা বেড়ে যাওয়া এবং চড়া মূল্যস্ফীতির কারণে টাকার মান নিম্নমুখী হওয়া। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
সমকাল
তাপ বৃদ্ধিতে দ্বিতীয় বাংলাদেশ, ২১ হাজার কোটি টাকা ক্ষতি
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ দ্রুতই বৈশ্বিক ‘হিট হটস্পট’-এর দিকে এগোচ্ছে। বিশ্বে তাপমাত্রা বাড়ার হারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এর প্রভাব শুধু পরিবেশে নয়, স্বাস্থ্য ও অর্থনীতির ওপরেও ভয়াবহভাবে পড়ছে।
বিশ্বব্যাংকের এবারের প্রতিবেদন অনুযায়ী, গত বছর অতিরিক্ত তাপদাহের কারণে বাংলাদেশে প্রায় ২৫ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। এতে অর্থনৈতিক ক্ষতি হয়েছে ১ দশমিক ৩৩ বিলিয়ন থেকে ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার, যা জিডিপির প্রায় ০.৩ থেকে ০.৪ শতাংশ। টাকার অঙ্কে তা প্রায় ২১ হাজার কোটি। গরমের কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগীও বেড়েছে।
আরও পড়ুন
কালের কণ্ঠ
পদোন্নতিবঞ্চিতদের আবেদনের হিড়িক
প্রশাসনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তার সংখ্যা দিন দিনই বাড়ছে। সম্প্রতি সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পাননি বিসিএস ৩০তম ব্যাচের ৭৯ জন কর্মকর্তা। একইভাবে উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে নিয়মিত ব্যাচ হিসেবে ২৪তম ব্যাচের অন্তত ১৮৩ জন কর্মকর্তা বঞ্চিত হয়েছেন বলে দাবি ভুক্তভোগীদের। এ ছাড়া প্রশাসন ক্যাডারের বাইরের অন্যান্য ক্যাডারের দেড় শর বেশি কর্মকর্তা পদোন্নতিযোগ্য হলেও যুগ্ম সচিব হতে পারেননি বলে অভিযোগ উঠেছে।
যুগান্তর
তফশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি
ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভিন্ন কৌশলে এগোচ্ছে বিএনপি। তফশিলের আগেই ৩০০টির মধ্যে অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার প্রাথমিক প্রস্তুতি চলছে। এরই মধ্যে সুনির্দিষ্টভাবে প্রয়োজনীয় দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট নেতাদের। তারা সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের কাজ শুরু করেছেন। নানা উইং থেকে তুলে আনা হচ্ছে আসনভিত্তিক মাঠের প্রকৃত চিত্র। বিএনপির একাধিক শীর্ষ নীতিনির্ধারকের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য।
বণিক বার্তা
কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদে অনুমোদন পেল পাঁচ ব্যাংক, একীভূতকরণ প্রস্তাব
দুর্বল হয়ে পড়া শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংককে একীভূত করে একটি ব্যাংকে রূপান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়ন করতে চলতি সপ্তাহে সবক’টি ব্যাংকে প্রশাসক বসানো হবে। আর সে দায়িত্ব পাবেন কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রশাসককে সহায়তা করতে নিয়োগ দেয়া হবে আরো চারজন কর্মকর্তা। নিয়োগপ্রাপ্ত প্রশাসক দলই একীভূতরণ প্রক্রিয়া এগিয়ে নেবেন। গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কালবেলা
নিরাপত্তাহীন পারমাণবিক কেন্দ্রে ফুয়েল লোড বিপজ্জনক
রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনের দ্বারপ্রান্তে। আগামী ৬ নভেম্বর রিঅ্যাক্টরে পারমাণবিক জ্বালানি (ফুয়েল) লোড করার প্রাথমিক তারিখও নির্ধারণ করা হয়েছে। উৎপাদনে যাওয়ার আগে স্পর্শকাতর এ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এখন পর্যন্ত পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলেই জানাচ্ছে সরকারের সংশ্লিষ্ট মহলগুলো। অথচ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিবেদনে উঠে এসেছে একেবারে উল্টো চিত্র।
বিবিসি
ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চান, বিবিসিকে বললেন নেপালি প্রধানমন্ত্রী
নেপালের অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকি দায়িত্ব নেওয়ার পরে প্রথম সাক্ষাতকারটি দিয়েছেন বিবিসি নেপালিকে। ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন, জেন জি-র আন্দোলন চলাকালীন হত্যা ও সহিংসতার তদন্ত এবং আগের সরকারের ব্যাপক দুর্নীতির তদন্তসহ নানা বিষয়ে তিনি কথা বলেছেন বিবিসির নেপালি বিভাগের বিনিতা দাহালের সঙ্গে।