স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের লোগো

দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩৭৮ মেডিকেল অফিসারকে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এখন থেকে তারা ষষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের চারটি বিষয়ের মোট ৩৭৮ মেডিকেল অফিসারকে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দেয়া হয়েছে।

এ নিয়ে গত তিন মাসে মোট এক হাজার ৩২৮ জন মেডিকেল অফিসারকে জুনিয়র কনসালটেন্ট (৬ষ্ঠ গ্রেড) এ পদন্নোতি পেয়েছেন।

এর আগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের (পারসোনাল-৩) উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়াধীন সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ৩৭৮ মেডিকেল অফিসারকে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ষষ্ঠ গ্রেডে ৩৫,৫০০-৬৭,০১০ টাকা বেতনক্রমে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দেওয়া হলো।

এতে আরও বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের পদোন্নতি অব্যবহিত পূর্বের পদে নিয়োগ দেওয়া হয়েছে। জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের ইমেইলে (per3@hsd.gov.bd) যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।  

রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক বা প্রকল্প পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিব, বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।

টিআই/এফআর