ডেপুটেশন শেষেও স্কুলে ফেরেননি শিক্ষক, পাঠদানে ব্যাঘাত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি, নাম পলি চৌধুরী। ২০১৯ সালে চান্দগাঁও এলাকার হাছান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যোগদেন। সহকারি শিক্ষক হিসেবে যোগ দেওয়ার তিন বছরের মাথায় নেন ডেপুটেশন। চট্টগ্রাম নগরের পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে তার এই ডেপুটেশন সংযুক্তি। প্রথম দফায় এক বছর ২০২৩ সালের ১ জানুয়ারিতে ডেপুটেশন শুরু হয়ে একই বছরের ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হয়। দ্বিতীয় দফায় এক বছরের ডেপুটেশন মেয়াদ ২০২৪ সালের ১ জানুয়ারিতে শুরু হওয়ার কথা থাকলেও ওই বছরের ৯ সেপ্টেম্বর থেকে তা শুরু হয়।
এক্ষেত্রে মাঝখানে ৮ মাস ৮ দিন ওই শিক্ষক কোন স্কুলে দায়িত্ব পালন করেছেন তার কোনো কাগজপত্র এবং অনুমোদন সংশ্লিষ্ট জেলা ও থানা শিক্ষা অফিসে পাওয়া যায়নি। সেই হিসেবে দ্বিতীয় মেয়াদে (সর্বশেষ) এক বছরের ডেপুটেশনের মেয়াদও গত ৯ সেপ্টেম্বর চলে যায়। কিন্তু এই রিপোর্ট লেখার দিন (১৮ সেপ্টেম্বর) পযর্ন্ত হাছান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেননি সহকারি শিক্ষক পলি চৌধুরী।
বিজ্ঞাপন
চান্দগাঁও থানার শিক্ষা কর্মকর্তা শফিকুল হাসান বলেন, গত ৯ সেপ্টেম্বরের পর নতুন করে ওই শিক্ষকের ডেপুটেশনের মেয়াদ বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। তবে ওই শিক্ষক আবেদন করেছেন। ডেপুটেশনের প্রথম ও দ্বিতীয় মেয়াদের মাঝখানে অনুমোদনহীন ৮ মাস ৮ দিনের বিষয়টি আমি শুনেছি। এই ব্যাপারে যথাসময়ে ওই শিক্ষকের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তথ্যমতে, হাছান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে ৫০০ শিক্ষার্থী। পলি চৌধুরীসহ শিক্ষক ছিলেন ১০ জন। এরমধ্যে সম্প্রতি একজন শিক্ষক বদলি হয়ে যান। পলি চৌধুরীও ডেপুটেশন শেষে স্কুলে যোগদান করেননি। এই অবস্থায় স্কুলের সার্বিক শিক্ষা কাযর্ক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটছে বলে জানান সংশ্লিষ্ট শিক্ষকরা।
অন্যদিকে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষার্থী ২২৭ জন। নিয়মিত শিক্ষক রয়েছেন ৫ জন।
এদিকে ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই বিপ্লবের পর অর্ন্তবর্তী সরকার দায়িত্ব নেয়। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে চলতি বছরের ৫ জানুয়ারি একটি অফিস আদেশ জারি করে। অধিদপ্তরের পরিচালক ( পলিসি ও অপারেশন ) মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত ওই আদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংযুক্তি বাতিল করে মূল কর্মস্থলে ফেরত যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।
একইসঙ্গে চলতি বছর ৯ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের ফেরতের প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশনা দেওয়া হয়। এই অবস্থায়ও পলি চৌধুরী মূল স্কুলে ফেরত যাননি বলে জানা গেছে। এমনকি তার ডেপুটেশনের সর্বশেষ ধাপের মেয়াদ শেষ হয়ে যাওয়ার ১০ দিনের মাথাও তিনি মূল স্কুলে যোগদান করেননি।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রহমান জানান, গত ৯ সেপ্টেম্বর ডেপুটেশনের মেয়াদ শেষ হওয়ার ১০ দিনের মাথাও ওই শিক্ষক মূল স্কুলে যোগদান না করার বিষয়টি আমি জানি। সামনের বৃত্তি পরীক্ষায় দায়িত্ব পালনের অংশ হিসেবে মৌখিক নির্দেশনায় ওই শিক্ষককে পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে এখনও রাখা হয়েছে।
অনুমোদন ছাড়া এভাবে রাখা যায় কিনা জানতে চাইলে তিনি আর কোনো কথা বলেননি।
জানতে চাইলে শিক্ষক পলি চৌধুরী বলেন, ডেপুটেশনের মেয়াদ বাড়ানোর জন্য আমি আবেদন করেছি কিন্তু অনুমোদন এখনও আসেনি। দুই মেয়াদের মাঝখানে ৮ মাস ৮ দিনেরও অনুমোদন নিয়েছি।
তবে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও চান্দগাঁও থানা শিক্ষা অফিস কোথাও তার এই অনুমোদনের কাগজপত্র নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরএমএন/এমএসএ