মন্ত্রণালয়ের স্বতঃপ্রণোদিত সংস্কারের তালিকা তৈরির নির্দেশ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংস্কার কমিশনগুলো যে সংস্কার প্রস্তাব দিয়েছে, তার চেয়ে বেশি সংস্কারের কাজ মন্ত্রণালয় ও উপদেষ্টারা করছেন। স্বতঃপ্রণোদিত হয়ে যে সংস্কারগুলো করা হচ্ছে মন্ত্রণালয়গুলোকে সেগুলোর তালিকা করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
এদিকে, প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে চার রাজনৈতিক নেতার সফরসঙ্গী হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এবারের জাতিসংঘ অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। তারা আমাদের অংশীদার। প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই যুক্তরাষ্ট্র সফরে তারা সঙ্গী হচ্ছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন প্রসঙ্গে সরকারের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, আমরা মনে করি যে, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে যে আলোচনা সেটা এখনো চলমান এবং আমরা আশাবাদী যে ঐকমত্য কমিশনের সঙ্গে পলিটিক্যাল পার্টির যে আলোচনা, সে আলোচনায় সবকিছুর শান্তিপূর্ণ একটা সমাধান দেবে।
এমএসআই/এমজে