প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

টিউলিপ বাংলাদেশের করদাতাও ছিলেন

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিকের কেবল বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টই ছিল না, তিনি এ দেশের একজন নিয়মিত করদাতাও ছিলেন।

প্রথম আলোর অনুসন্ধানে পাওয়া গেছে, তিনি অন্তত এক দশক ধরে বাংলাদেশে নিয়মিত আয়কর বিবরণী জমা দিয়েছেন। তাতে তিনি আয়ের খাত হিসেবে ‘ব্যবসা/পেশার আয়’ উল্লেখ করেছেন। কিন্তু কী ব্যবসা বা পেশা, সেটার উল্লেখ নেই। কেবল একটি অর্থবছরে মাছের ব্যবসার কথা উল্লেখ রয়েছে।

দেশ রূপান্তর

দেশের বিবাদ বিদেশে মেটানোর সুযোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে আজ রবিবার রাতে ঢাকা ত্যাগ করছেন। সফরসঙ্গী হিসেবে নিচ্ছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার শীর্ষস্থানীয় রাজনীতিককে। আসন্ন জাতীয় নির্বাচন ও সংস্কারের জন্য জুলাই জাতীয় সনদ কার্যকর করার বিষয়ে বেশ মতপার্থক্য রয়েছে, এমন তিন প্রধান দলের নেতাদের প্রধান উপদেষ্টার সফরসঙ্গী করাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বেশ কথা চালাচালি হচ্ছে।

বণিক বার্তা

ফলাফল খারাপ করছেন বাংলাদেশী শিক্ষার্থীরা, ভবিষ্যতে ভিসার শর্ত কঠিন করার বিষয়ে ভাবছে ডেনমার্ক

গত কয়েক বছর ডেনমার্কে উচ্চশিক্ষার জন্য যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে এ শিক্ষার্থীদের একটি বড় অংশই দেশটির শিক্ষা ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। পাশাপাশি অন্যান্য দেশের শিক্ষার্থীদের তুলনায় খারাপ ফল করছেন। সম্প্রতি ডেনমার্কের আটটি বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এক জরিপের ভিত্তিতে এ তথ্য জানায় দেশটির উচ্চশিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ ও নেপাল থেকে ক্রমবর্ধমান শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে জরিপটি করা হয়েছিল। জরিপের ফলাফল বিশ্লেষণ করে দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশ ও নেপালের শিক্ষার্থীদের শিক্ষাভিসা দেয়ার ক্ষেত্রে বর্তমানের তুলনায় কঠিন শর্ত আরোপ করা হতে পারে।

দেশ রূপান্তর

শিক্ষক সংকটে ‘শিক্ষাজট’

টাল অবস্থা বিরাজ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমে। অল্পসংখ্যক স্থায়ী শিক্ষক ও অন্য বিভাগের শিক্ষকদের ওপর নির্ভর করে চলছে অন্তত ১৫ বিভাগের কার্যক্রম। এতে বিভাগগুলোতে সেশনজটের সৃষ্টি হয়েছে। কিছু বিভাগ সেশনজট কাটিয়ে উঠলেও মানসম্মত পাঠদান পাচ্ছেন না শিক্ষার্থীরা পাশাপাশি শিক্ষকদেরও অতিরিক্ত কোর্স পড়ানোর চাপ সামলাতে হচ্ছে। ফলে এ সব ভোগান্তি নিরসনে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রথম আলো

রিজার্ভ চুরি: ফিলিপাইনের ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্ত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্ত করা হয়েছে।

এই তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান। তিনি বলেন, আদালতের মাধ্যমে এই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।

দেশ রূপান্তর

লুটের পর হরিলুট!

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাগরিক সেবাকে জনবান্ধব করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচি গ্রহণ করেছিল। এর মাধ্যমে সরকারি সেবা ডিজিটাল উপায়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সেবার ডিজিটালকরণ ও সহজীকরণে এ কর্মসূচির প্রয়োজনীয়তা থাকলেও এর ব্যয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ধাপে ধাপে বাড়ানো হচ্ছে কর্মসূচির ব্যয়। ডিপিপিতে যুক্ত করা হচ্ছে অপ্রয়োজনীয় ও অসমঞ্জস বিভিন্ন উপাঙ্গ। পরিকল্পনা কমিশন সূত্রে এ কথা জানা গেছে।

প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলের ক্যানটিনে খাবারে কাঁকড়া-পোকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মো. সাইদ মুন্সি। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে পাশের মাস্টারদা সূর্য সেন হল ক্যানটিনে খেতে যান তিনি। ভাত তরকারি দিয়ে মাখানোর পর দেখেন একটি আস্ত কাঁকড়া। এ অবস্থা দেখে বমি চেপে রাখতে পারেননি তিনি। গত মাসেও একই হলে খাবারে মাছি ও পোকা পেয়েছিলেন বলে অভিযোগ করেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২৩-২৪ বর্ষের এই শিক্ষার্থী।

দেশ রূপান্তর

দুর্গাপূজায় ২৯ জেলা ঝুঁকিপূর্ণ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ‘সম্প্রীতি যাত্রা’ নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম দেশের ২৯টি জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে পাঁচটি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং ২৪টি জেলাকে মাঝারি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ তথ্য প্রকাশ করে।

সমকাল

ইয়াবা ব্যবসার জন্য ‘আয়নাবাজি’

বিলাসবহুল বাসটি চলছিল ঢাকা-কক্সবাজার রুটে। সেটির রেজিস্ট্রেশন নম্বর ভুয়া, নেই রুট পারমিটও। এসি স্লিপার বাসটি সড়কে নামানোই হয়েছে যাত্রী পরিবহন নয়, মাদক চোরাচালানে। নকল নম্বরপ্লেট লাগানো বাসের পেছন দিকে সিটের নিচে ইয়াবাসহ মাদক রাখার জন্য তৈরি করা হয়েছে দুটি বিশেষ চেম্বার। শেষ পর্যন্ত ইয়াবাসহ সেটি জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ঢাকা মেট্রো-ব-১২-৪৪৪৫ নম্বর লেখা প্লেট লাগানো বাসটি গত ১০ আগস্ট রাজধানীর হানিফ ফ্লাইওভারের সায়েদাবাদ টোল প্লাজার পাশ থেকে জব্দ করেছে ডিএনসির ঢাকা মহানগর উত্তর কার্যালয়ের একটি আভিযানিক দল। তল্লাশি করে সে সময় একটি চেম্বারে বিশেষ কায়দায় রাখা ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। বাসটির চালকসহ তিনজনকে আটক করা হয়।

বণিক বার্তা

এক বছর আগে থেকেই বন্ধ আরব আমিরাতে ভিজিট ও কর্মী ভিসা

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশীদের জন্য ভিজিট ও কর্মী ভিসা এক বছর ধরে বন্ধ রয়েছে। এরই মধ্যে নতুন করে বাংলাদেশসহ নয়টি দেশকে ইউএই ২০২৬ সালের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রেখেছে, এমন একটি খবর ১৭ সেপ্টেম্বর প্রকাশ করে ইউএই ভিসা অনলাইন নামক একটি ওয়েবসাইট। এরপর বাংলাদেশী বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। সংবাদটি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের নজরেও এসেছে।

আজকের পত্রিকা

‘অবৈধ’ গাড়ি চলে গোঁজামিলে

প্রশাসনিক অনুমতি এবং টেবিল অব অর্গানাইজেশন অ্যান্ড ইকুইপমেন্ট (টিওঅ্যান্ডই) ভুক্ত হওয়া ছাড়াই চলছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের ৭৭টি গাড়ি। ফলে এসব গাড়ির জন্য খরচের (জ্বালানি, রক্ষণাবেক্ষণ) আইনি ভিত্তি নেই। ‘গোঁজামিল’ দিয়ে চলছে টাকা বরাদ্দ। যেন মাসে মাসে এসব গাড়ির খরচ জোগাচ্ছে ‘ভূতে’।

বণিক বার্তা

প্রতিযোগিতা ছাড়াই এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডের হাতে দেয়ার জোর প্রস্তুতি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব আগামী ডিসেম্বরের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেয়ার জোর প্রস্তুতি নিচ্ছে সরকার। চলছে চুক্তির খসড়া তৈরির কাজ। তবে প্রতিযোগিতামূলক দরপত্র নয়, ডিপি ওয়ার্ল্ডকে বন্দর পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) পদ্ধতিতে। শুধু এনসিটি নয়, চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল প্রকল্পের একটি টার্মিনালও ভবিষ্যতে তাদেরকে দিয়ে পরিচালনার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।

কালের কণ্ঠ

মামলা-হয়রানিতে শিল্পের সর্বনাশ

মামলা-হামলাসহ নানা রকম হয়রানিমূলক কর্মকাণ্ডে ব্যবসায়ীরা দেশের বাণিজ্য ও বিনিয়োগে আস্থার সংকটে ভুগছেন। নতুন করে বিনিয়োগ হবে কি, এখন তাঁদের পুঁজি ধরে রাখাই কঠিন হয়ে যাচ্ছে। দেশের ব্যবসায়ীমহল, উদ্যোক্তা ও অভিজ্ঞজনদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ক্রমে স্থবির হয়ে পড়ছে উৎপাদনমুখী শিল্পের চাকা।

কালবেলা

বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় স্টারলিংক

আন্তর্জাতিক স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক চলতি বছরের মে মাসে দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও শুরুতে স্থানীয় গেটওয়ে ছাড়াই বাণিজ্যিক কার্যক্রম চালু করে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বাংলাদেশে গেটওয়ে স্থাপন করার কথা জানিয়েছে স্টারলিংক। গ্রাউন্ড স্টেশন স্থাপনের পর এখন বাংলাদেশকে আন্তর্জাতিক ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় ইলন মাস্কের কোম্পানিটি। এজন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দিয়ে আনুষ্ঠানিক অনুমোদন চেয়েছে স্টারলিংক। গত ১৩ আগস্ট বিটিআরসি মহাপরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন ডিভিশন) ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজের কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশের গেটওয়ে ব্যবহার করে বিদেশি গ্রাহকদের জন্য ডাটা পরিবহনে অনুমোদন চেয়েছে প্রতিষ্ঠানটি।

কালের কণ্ঠ

কাজ শেষ না হতেই প্রকল্পে ইতি

পটুয়াখালীর ১,৩২০ মেগাওয়াট ক্ষমতার সুপার থার্মাল পাওয়ার প্লান্টের জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৭৭০ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ। ফাইল বন্ধ। কাগজে-কলমে কাজও ‘সম্পন্ন’।

কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এখনো নির্ধারিত অনেক কাজ বাকি, অডিটের খাতায় সাত বছরের তথ্য নেই, আর প্রকল্প ব্যয়ের এক-চতুর্থাংশ টাকার হদিস মিলছে না।

সমকাল

প্রান্তিক বিদ্যুৎ গ্রাহক পাবেন নগদ সহায়তা

দেশে বিদ্যুতের প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ (লাইফলাইন) গ্রাহক প্রায় এক কোটি ৮০ লাখ। তারা খুবই কম বিদ্যুৎ ব্যবহার করেন। সরকার নির্ধারিত বিশেষ মূল্যহারে (অন্যদের তুলনায় কম) বিদ্যুৎ বিল দেন তারা। এই গ্রাহকদের নগদ সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো এটি বাস্তবায়িত হবে।