তুরস্কের নাগরিকের কাছে এনএসআই পরিচয়ে অর্থ দাবি, প্রতারক গ্রেপ্তার
রাজধানীতে তুরস্কের এক নাগরিকের কাছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবির অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেপ্তারের নাম মো. রুবেল হোসেন (৩৮)।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
রোববার (২১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ৩১ আগস্ট সকাল ৯টা ৫১ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের কর্মকর্তা সেরকান আকান তার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় অজ্ঞাত একটি নাম্বার থেকে কল পান। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে এনএসআই গুলশান জোনের সহকারী পরিচালক আব্দুল মুহিন পরিচয় দিয়ে তার পাসপোর্ট ভেরিফিকেশনের কথা বলেন এবং এজন্য পাঁচ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে ভেরিফিকেশন আটকে দিয়ে এক লাখ টাকা দিতে হবে বলে হুমকি দেন তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, সেরকান টাকা দিতে অস্বীকার করলে ওই ব্যক্তি তাকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে বিষয়টি টার্কিশ এয়ারলাইনস কর্তৃপক্ষের মাধ্যমে গুলশান থানায় লিখিতভাবে জানানো হলে একটি নিয়মিত মামলা করা হয়।
তদন্তে নেমে গুলশান থানা পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার দুপুরে পূর্ব কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে একটি মোবাইল সিম ও বিভিন্ন লোকের পাসপোর্ট তথ্যসম্বলিত কাগজপত্র উদ্ধার করা হয়।
এমএসি/জেডএস