জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক কোম্পানির প্রভাবমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৈরি তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি জানিয়েছে ডরপ যুব ফোরাম।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনের সামনে ডরপ যুব ফোরাম আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

এছাড়া মানববন্ধনে তামাক নিয়ন্ত্রণের জন্য ডব্লিউএইচও এফসিটিসির সঙ্গে সামঞ্জস্য রেখে ৬টি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়। প্রস্তাবগুলো হচ্ছে— অধূমপায়ীদের সুরক্ষার জন্য সব পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করা; তামাক পণ্যের প্রচার বন্ধ করার জন্য বিক্রয়কেন্দ্রে তামাকপণ্যের প্রদর্শন নিষিদ্ধ করা; তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম নিষিদ্ধ করা; ই-সিগারেটের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোর ও তরুণদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা; তামাকপণ্যের সব প্রকার খুচরা ও খোলা বিক্রয় বন্ধ করা এবং সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা।

মানববন্ধনে তামাকবিরোধী যুব প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুর রহমান ইমন বলেন, বাংলাদেশে প্রতিবছর তামাকজনিত রোগে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায় এবং লক্ষাধিক মানুষ অসুস্থ হয়। বিশেষ করে তরুণদের মধ্যে তামাক ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে, যা জাতির ভবিষ্যতের জন্য হুমকি। কাজেই তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের কোনো বিকল্প নেই।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসসহ (বিইউপি) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তামাকবিরোধী যুব প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে ডরপ যুব ফোরাম জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি দেন।

এমএইচএন/এআইএস