চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি পূজামণ্ডপে কোরআন শরীফ পোড়ানো হয়েছে— এমন দাবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। তবে পুলিশ তদন্ত করে জানিয়েছে, ভিডিওটির সঙ্গে স্থানীয় কোনও ঘটনার মিল নেই।

পুলিশ জানায়, ভিডিওটি নজরে আসার পরপরই হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও হাটহাজারী থানার অফিসার ইনচার্জ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনে দেখা যায়, দাবিকৃত মন্দিরের মেঝেতে কোনও টাইলস নেই, অথচ ভিডিওতে স্পষ্ট টাইলস দেখা যায়। মন্দিরের দ্বিতীয় তলায় একটি ছোট কক্ষে ভিন্ন ধরনের কিছু টাইলস থাকলেও তা ভিডিওর সঙ্গে মেলে না।

এছাড়া, ভিডিওতে দুর্গাপ্রতিমা দেখা গেলেও সংশ্লিষ্ট মন্দিরে এখনও দুর্গাপূজার কোনও প্রতিমা স্থাপন করা হয়নি। সেখানে শুধু একটি স্থায়ী কালী প্রতিমা রয়েছে, যা ভিডিওর অস্থায়ী প্রতিমার সঙ্গে কোনোভাবেই সাদৃশ্যপূর্ণ নয়। অনুসন্ধানে আরও জানা গেছে, হাটহাজারী থানার অধীনে এমন কোনও মন্দিরই নেই, যা ভিডিওর সঙ্গে মিলে যায়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং অসৎ উদ্দেশ্যে ছড়ানো হয়েছে। তারা সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মাঠপর্যায়ে ও সাইবার জগতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিভ্রান্তিকর প্রচারণা চালালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/এমজে