অপহরণ এক বছরে দ্বিগুণ
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
সংসদ এলাকায় হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন
জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে হচ্ছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবনে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি অবস্থিত এই দুটি ভবনের মধ্যে যাতায়াতের জন্য দুই স্তরবিশিষ্ট একটি করিডর নির্মাণ করা হবে বলে সংশ্লিষ্ট সরকারি সূত্র থেকে জানা গেছে।
বিজ্ঞাপন
সর্বশেষ আওয়ামী লীগের শাসনামলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। গণ-অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। সেদিন বিক্ষুব্ধ জনতা গণভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর করেন।
সমকাল
সারের দুষ্টচক্র ভাঙতে জৈব কৃষিতে জোর সরকারের
দেশে কৃষি একসময় পুরোপুরি স্থানীয় জাতের বীজ, প্রাকৃতিক খাদ্যভান্ডার ও জৈব পদার্থনির্ভর ছিল। এক জমিতে বারবার ফসল ফলাতে হতো না। কয়েক মৌসুম ফেলে রাখলে প্রাকৃতিকভাবে উর্বর হয়ে উঠত জমি। জৈব পদার্থের পচনক্রিয়ায় মাটি পুনরায় চাষযোগ্য হতো। আলাদা করে রাসায়নিক সার দরকার পড়ত না। জনসংখ্যা বাড়ার কারণে খাদ্য চাহিদা পূরণ ও প্রযুক্তিগত উন্নতির কারণে পরিস্থিতি বদলেছে। এসেছে উচ্চফলনশীল বীজ, যেগুলো প্রচুর খাদ্য উপাদান চায়। মাটির মজুত ভান্ডার কুলিয়ে উঠতে না পারায় শুরু হয় রাসায়নিক সারের ব্যবহার। ধীরে ধীরে প্রায় সব কৃষিজমিকে গ্রাস করেছে রাসায়নিক সার। ফলে গুণগত মান হারাচ্ছে মাটি; উর্বরতা কমে যাওয়ায় কৃষককে আরও বেশি সার ব্যবহার করতে হচ্ছে।
আরও পড়ুন
যুগান্তর
বিমানবন্দরের ঘটনায় তোলপাড়
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গিয়ে সোমবার বিকালে বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন বিএনপি ও এনসিপির নেতারা। নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ঘিরে ইউনূসবিরোধী স্লোগান দেন, তুমুল গালাগাল করেন। ডিম নিক্ষেপ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের গায়ে। এ ঘটনায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলের সামনে থেকে মিজানুর রহমান নামে যুবলীগের এক কর্মীকে পুলিশ গ্রেফতার করে।
ইত্তেফাক
নিবন্ধনহীন গাড়ির কর ফাঁকি বছরে ৬ হাজার ২৫০ কোটি টাকা
দেশের সড়কে বর্তমানে অন্তত আড়াই লাখ নিবন্ধনহীন গাড়ি চলাচল করছে। এতে সরকার প্রতিবছর অন্তত ৬,২৫০ কোটি টাকা হারাচ্ছে। এমন তথ্য জানানো হয়েছে কিউআর কোড সংবলিত ই-ট্যাক্স টোকেন সংক্রান্ত সম্প্রতি হওয়া এক সভার কার্যবিবরণীতে।
প্রথম আলো
গুগল সার্চে ভুয়া পর্নো ও জুয়ার লিংকের ফাঁদ
ধরুন, আপনি গুগলে নিজের নাম লিখে সার্চ দিলেন। দেখলেন, আপনার নামে ছড়ানো রয়েছে পর্নোগ্রাফিক ভিডিওর অসংখ্য লিংক। সেগুলো হোস্ট করা হয়েছে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়, বহুজাতিক কোম্পানি বা সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। লিংকে ক্লিক করলেই নিয়ে যাচ্ছে পর্নো বা জুয়ার সাইটে। ভারতের আসাম রাজ্যের এক নারী ঠিক এমন ঘটনার শিকার হয়েছেন। বাংলাদেশেও কাছাকাছি ঘটনার শিকার হয়েছেন কয়েকজন। এসব ঘটনায় সাইবার অপরাধের পাশাপাশি গুগলের নিজস্ব নীতিমালাও লঙ্ঘন করা হয়েছে।
কালের কণ্ঠ
অপহরণ এক বছরে দ্বিগুণ
দেশে অপহরণসংক্রান্ত অপরাধের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। গত এক বছরে এই হার দ্বিগুণের বেশি। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে অপহরণের শিকার হয়েছে ৭১৫ জন। গত বছর এই একই সময়ে এই সংখ্যা ছিল ৩৪০।
বণিক বার্তা
ঢাবির স্নাতক সনদকে ফাউন্ডেশন কোর্সের মান ধরছে সিঙ্গাপুর
দেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। শতবর্ষী এ প্রতিষ্ঠানকে বলা হয় ‘প্রাচ্যের অক্সফোর্ড’। বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রি নেয়া শামসুল ইসলাম (ছদ্মনাম) সম্প্রতি সিঙ্গাপুরে এমপ্লয়মেন্ট পাস নবায়নের আবেদন করেছিলেন। তিনি দেশটির একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পেশাজীবীদের এমপ্লয়মেন্ট পাসের জন্য সিঙ্গাপুরে ৪০ নম্বর নির্ধারিত করা হয়েছে। এর মধ্যে ১০ নম্বর রয়েছে শিক্ষাগত যোগ্যতায়। চলতি বছর থেকে প্রার্থীদের শিক্ষাগত সনদ নির্ধারিত সংস্থা দ্বারা মূল্যায়নের উদ্যোগ নিয়েছে দেশটি।
কালবেলা
কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেও ডুবছে ঢাকা
জলাবদ্ধতা যেন রাজধানীর স্থায়ী নিয়তি। সামান্য বৃষ্টি হলেই অনেক এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়। যানজট, দুর্ঘটনা, রাস্তার ধস, মানুষের দুর্ভোগ—সবই হয়ে উঠেছে নিয়মিত চিত্র। অথচ ঢাকার দুই সিটি করপোরেশন গত পাঁচ বছরে জলাবদ্ধতা নিরসনে খরচ করেছে প্রায় হাজার কোটি টাকা। কিন্তু এ বিপুল অর্থ ব্যয়ের সুফল সাধারণ মানুষ তেমনটা অনুভব করতে পারেনি। বরং অভিযোগ উঠেছে, প্রকল্পের নামে দেখানো হয়েছে কাজ, বাস্তবে হয়েছে তার অর্ধেক, কিংবা হয়নি মোটেও।
বণিক বার্তা
ঋণ বিতরণ প্রায় বন্ধ ভেঙে পড়েছে শৃঙ্খলা
অর্থনৈতিক স্থবিরতার পাশাপাশি দেশের বেসরকারি খাতে চলছে নজিরবিহীন ঋণ খরা। ঋণ বিতরণ তো দূরের কথা বেসরকারি অনেক ব্যাংক এখন গ্রাহকদের আমানতের অর্থও ফেরত দিতে পারছে না। এ পরিস্থিতিতে ঋণের জন্য উদ্যোক্তাদের বড় ভরসাস্থল ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। কিন্তু সেগুলোর আর্থিক পরিস্থিতিও এখন হতাশাজনক।
সমকাল
চাপে পড়ে সরকার গাড়ি মালিকদের বাড়তি সুবিধা দিচ্ছে
রাজধানীর সড়কে কয়েক মিনিট দাঁড়ালেই চোখে পড়বে ফিটনেসহীন গাড়ি কোন মাত্রায় কালো ধোঁয়া ছড়াচ্ছে। ২০ থেকে ২৫ বছরের পুরোনো এসব লক্কড়ঝক্কড় বাস-মিনিবাস আর ট্রাকের ইঞ্জিন চাপ নিতে পারে না। তবু প্রতিদিন হাজার হাজার যানবাহন নিয়মিত ঢাকার বাতাসকে দূষিত করেই যাচ্ছে। দীর্ঘদিন এভাবে চললেও নেওয়া হচ্ছে না কার্যকর পদক্ষেপ।