জুলাই আন্দোলনে গুলি চালানো শুভ গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর গুলি চালানোর অভিযোগে আওয়ামী লীগ কর্মী সুমন আহমেদ শুভ (৩৮)কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজ্ঞাপন
সেনাবাহিনী জানায়, শুভ পলাতক কাউন্সিলর রাজিবের ঘনিষ্ঠ সহযোগী ও বডিগার্ড ছিলেন। জুলাই আন্দোলনে তিনি সরাসরি গুলি চালনায় জড়িত ছিলেন। ওই ঘটনার ভিডিও প্রমাণও সেনাদের হাতে এসেছে।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভ অস্ত্র থাকার কথা স্বীকার করলেও অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা যায়নি। তার তথ্যের ভিত্তিতে আরও অভিযান চলবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
বিজ্ঞাপন
আটক সুমন আহমেদ শুভকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা।
এসএএ/এআইএস