গাজীপুরের টঙ্গী এলাকায় কেমিক্যাল গোডাউনের বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আল আমিন বাবু (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যায় তিনি।

মৃত আল আমিনের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী থানা এলাকায়। বর্তমানে তিনি টঙ্গীর রিয়েল কলোনিতে থাকতেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, টঙ্গীর কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ যুবক বার্ন ইউনিটে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আল আমিনের ভাই আসাদ বলেন, গত ২২ সেপ্টেম্বর টঙ্গী এলাকায় কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে আমার ভাই আল আমিন দগ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আজ সকালের দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমার ভাই। তিনি টঙ্গী এলাকায় একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন।

এর আগে এই ঘটনায় ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদা নামে দুজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এসএএ/এমএসএ