খাগড়াছড়িতে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় সংগঠনটি।

বার্তায় এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, এই মর্মান্তিক নির্যাতন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি এমন এক দায়মুক্তির সংস্কৃতির প্রতিফলন যেখানে নারী ও শিশুরা সর্বদা ঝুঁকির মুখে থাকে এবং অপরাধীরা শাস্তির ভয় ছাড়াই অপরাধ করে যায়। শিশু ও নারীরা নিজেদের সমাজেই নিরাপদ নয়, যা একেবারেই অগ্রহণযোগ্য। 

তিনি বলেন, প্রত্যেক নারী ও শিশু ভয় ও ক্ষতির বাইরে নিরাপদ জীবনযাপনের অধিকার রাখে। নীরবতা ও নিষ্ক্রিয়তা কেবল অপরাধীদের উৎসাহিত করে, বিচার বিলম্বিত হলে তা আসলে সঠিক বিচার না পাওয়া।

এমজেএফ সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবিলম্বে শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। যার মধ্যে রয়েছে-সকল অপরাধীর অবিলম্বে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা, শিশু ও নারীর বিরুদ্ধে অপরাধ দমনে কঠোর শাস্তি কার্যকর করা, ভুক্তভোগীদের জন্য আশ্রয়, কাউন্সেলিং, জীবিকাসহায়তা প্রদান এবং জেন্ডারভিত্তিক সহিংসতার স্বাভাবিকীকরণ রোধে জাতীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা ও প্রচার চালানো।

ওএফএ/এমএসএ