ফিলিস্তিনে সহিংসতা বন্ধে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের
ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারত্ব ও সহিংসতা বন্ধে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সমন্বয় সভায় অংশ নিয়ে এ আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সভায় পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের নীতিগত অবস্থানের কথা তুলে ধরেন এবং ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারত্ব ও সহিংসতা বন্ধে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
তৌহিদ হোসেন ওআইসির ১০ বছরের কর্মসূচিতে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরেন এবং সংস্থাটির কাঠামোর মধ্যে কার্যকর সংস্কার, বর্ধিত সম্পদ সংগ্রহ এবং বাস্তবায়নভিত্তিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এনআই/এসএসএইচ